শেরপুরের ঝিনাইগাতীতে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু জাফর ওরফে সুরুজ (৬০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে গাজীপুর জেলা থেকে ঝিনাইগাতী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। অভিযানকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান হাতে আঘাত পেয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গ্রেফতার আবু জাফর ও অন্য আসামিরা ২০০৬ সালের ৮ মে উপজেলার কোনাগাঁও গ্রামের নূর ইসলামের ছেলে বিল্লাল হোসেন (১৫)-কে নৃশংসভাবে হত্যা করেন। ওই মামলায় ২০১৬ সালে জেলা ও দায়রা জজ আদালত আবু জাফরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। কিন্তু জাফর ঘটনার পর থেকে পলাতক ছিলেন। সেই জাফরকে ঝিনাইগাতী থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করতে সামর্থ্য হয়।
এদিকে, অবিজল নামের পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আরও এক আসামিকে গ্রেফতার করে ঝিনাইগাতি থানা পুলিশ। একই সময় ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন তাকে জামালপুর জেলার বকশীগঞ্জ থেকে গ্রেফতার করেন।
অবিজল উপজেলার কাংশা ইউপি আয়নাপুর গ্রামের ফিকির আলীর ছেলে। ২০০৫ সালের জাল টাকার একটি মামলায় ২০১০ সালে আদালত অবিজলকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সাজা দেয়। তখন থেকেই অবিজল পলাতক ছিল।
মূলত এই অবিজলের কাছ থেকেই ওই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু জাফরের অবস্থান সম্পর্কে পুলিশ জানতে পারে।
ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ