আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে ওয়ার্ড ভিত্তিক শোডাউন অব্যাহত রেখেছে বিএনপি। নির্বাচনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার সকালে শহর বিএনপির ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সূত্রাপুরের রিয়াজ কাজী লেনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বলেন, ধানের শীষ হলো শান্তি ও উন্নয়নের প্রতীক। যেখানেই ধানের শীষ বিজয়ী হয় সেখানেই জনগণের শাসন প্রতিষ্ঠা হয় এবং উন্নয়নের ধারা প্রবাহিত হয়। তাই বগুড়ার শান্তি ও উন্নয়নের জন্য বগুড়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র ও কাউন্সিলরদের বিজয়ী করতে হবে।
ওয়ার্ড বিএনপির আহবায়ক আজিজুল হক মঞ্জুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী রেজ্উাল করিম বাদশা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, আলী অজগর তালুকদার হেনা, মাহবুবর রহমান বকুল, এমআর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন