নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফিসিং বোট ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে নিঝুম দ্বীপ ইউনিয়নের পূর্ব পাশে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও একজন। জীবিত উদ্ধার হয়েছে তিনজনকে।
নিহত অমর জলদাস (১৬) তমরুদ্দি ইউনিয়নের আঠারো বেকী গ্রামের প্রেমলাল মাঝির ছেলে। আজ শুক্রবার সকালে মেঘনা নদী থেকে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে।
হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, গভীর রাতে কাদির খাল থেকে সুমন মাঝির নেতৃত্বে ৫ জেলের একটি ফিসিং বোট মেঘনা নদীতে মাছ ধরতে যায়। এ সময় ঢেউয়ের তোড়ে বোটটি উল্টে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত আঠারো বেকী গ্রামের সূর্য মাঝির ছেলে মিলন (১৮) নিখোঁজ রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ