ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসূলুল্লাহ (সা.) এর অবমাননার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে কলাপাড়া কওমী ওলামা ঐক্য পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশ ও বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন মসজিদের ইমামসহ সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
পৌর শহরের বড় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন কলাপাড়া ইমাম পরিষদের আহবায়ক ও ওই মসজিদের খতিব মাওলানা মো. সাইদুর রহমান। বক্তব্য রাখেন শাসনতন্ত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখা সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. ফিরোজ শিকদার, পৌর কাউন্সিলর হাফেজ মো. আল আমিন সরদার, মাওলানা মো. মাসুম বিল্লাহ রুমি, মাওলানা আব্দুস ছালাম, মাওলানা মো. আসাদুজ্জাম ইউসুফ, মাওলানা মুফতি রাসেদ, মাওলানা মুফতি মো. ফেরদৌসুল হক গাজী, মাওলানা মুফতি মো. নিজাম উদ্দিন সাঈদসহ আরো অনেকে। এরপর বিশ্ব মুসলিমদের শান্তি ও কল্যাণ কামনায় দোয়া মুনাজাত করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন