নাটোরের গুরুদাসপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন আমেরিকা প্রবাসী নাটোর জেলাবাসীর সংগঠন নাটোর জেলা এ্যাসোসিয়েশন ইউএসএ, ইনক। শুক্রবার সকালে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণ ও তেলের একটি করে প্যাকেট বিতরণ করা হয়।
সমাজসেবক মো. আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই খাবার অসহায় পরিবারের হাতে তুলে দেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও পল্লীচিকিৎসক মো. আকরাম হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনটির নাটোর জেলা সমন্বয়কারী মিনহাজুর রহমান মনির।
বিডি প্রতিদিন/আল আমীন