বগুড়ার ধুনট উপজেলায় ঘরের দরজা কেটে ভেতরে ঢুকে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় সাধন সরকার (২৪) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সাধন সরকার উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামের নিপেন্দ্র নাথ সরকারের ছেলে। বুধবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে সাধন সরকার পেঁচিবাড়ি বাজারের একজন হোটেল ব্যবসায়ী। ধর্ষণের শিকার ওই কলেজছাত্রী হোটেলের পাশ দিয়ে কলেজে যাওয়া আসা করতো। এ সুযোগে ওই ব্যবসায়ী কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। প্রায় এক বছর আগে ওই কলেজছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে মা-বাবাকে দেখানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নেয় সাধন সরকার।
এ সময় বাড়িতে পরিবারের সদস্যরা কেউ না থাকার সুযোগে সাধন ওই কলেজছাত্রীকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ বিষয়টি প্রকাশ না করার জন্য কলেজছাত্রীকে ভয়ভীতি দেখায় সাধন সরকার। পরবর্তীসময়ে বুধবার রাত ৯টার দিকে সাধন সরকার ওই কলেজছাত্রীর ঘরের দরজা কেটে ভেতরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ সময় পরিবারের লোকজন গ্রামবাসির সহযোগিতায় সাধন সরকারকে আটক করে। পরে সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশকে ঘটনাস্থল থেকে সাধন সরকারকে আটক করে। এ ঘটনায় কলেজছাত্রীর বাবা বাদি হয়ে বৃহস্পতিবার রাতে সাধন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বগুড়ার ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সাধন সরকারকে গ্রেফতার দেখিয়ে কারাগারে এবং কলেজছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন