ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে উপজেলার এক ইউপি চেয়ারম্যান ও এক ইউপি সচিবের কাছে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক রাতেই নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেন। জিডি নং-২২৬, তারিখ-০৫/১১/২০২০ইং।
অভিযোগ সূত্রে ও খোঁজ নিয়ে জানা গেছে, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার একরামুল ছিদ্দিকের সরকারি মোবাইল নাম্বার একটি প্রতারক চক্র ক্লোন করে বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কাইতলা দক্ষিণ ইউপির সচিব মোবারক হোসেনের মোবাইল নম্বরে ফোন করে ফার্নিচার কেনার জন্য ১৫ হাজার টাকা ও রাত সোয়া ৮টার দিকে উপজেলার বড়াইল ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের মোবাইলে ফোন করে ফার্নিচার কেনার জন্য ২০ হাজার টাকা বিকাশ করার কথা বলেন।
সন্দেহ হওয়ায় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও ইউপি সচিব মোবারক হোসেন উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করে তাঁকে বিষয়টি অবহিত করলে সরকারি নাম্বারটি ক্লোন হওয়ার বিষয়টি ধরা পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সকলকে অবহিত করা হয়েছে। রাতেই থানায় জিডি করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল