কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ মেসবাহুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার তাই বেশি বেশি ফসল উৎপদনের জন্য কৃষকদের উৎসাহিত করতে হবে। সারাদেশসহ রংপুর অঞ্চলের কোন জমি ফাঁকা পরে থাকবেনা। রংপুর অঞ্চলের পরিবর্তিত জলবায়ুর প্রভাবে বোরো মৌসুমে ধানের ফলন বৃদ্ধি অব্যাহত রাখা কৃষি সেক্টর তথা বিজ্ঞানী ও সম্প্রসারণবিদদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
শুক্রবার (৬ নভেম্বর) দর্শনা ব্র্যাক লার্নিং সেন্টারে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) রংপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে রংপুর অঞ্চলে বোরো ধানের ফলন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ব্রি’র মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) সরেজমিন উইং কৃষিবিদ মাহাফুজ হোসেন মিরদাহ, ব্রি পরিচালক (প্রশাসন ও সাধরণ পরিচর্যা) ড. কৃষ্ণপদ হালদার, ব্রি রংপুর আ লিক কার্যালয়ের প্রধান ( সিনিয়র সাইন্টিফিক অফিসার) মোঃ রকিবুল হাসান।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপনা করেন ব্রি গাজিপুর প্রধান কার্যালয়ের সিএসও ( উদ্ভিদ প্রজনন) ড. খোন্দকার মোঃ ইফতেখারুদৌলা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্রি গাজিপুর প্রধান কার্যালয়ের সিনিয়র লিয়াজো অফিসার মোহাম্মদ আব্দুল মোমিন। এছাড়া অনুষ্ঠানে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রি, গবেষনা প্রষ্ঠিান, বীজ প্রত্যয়ন এজেন্সী, এআইএস, বিএডিসি, কৃষি বিপণন অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বরেন্দ্র বহুমুখী উন্নয়নসহ বিভিন্ন এনজিও, কোম্পানীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ