ফ্রান্সে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ওলামা পরিষদ ও তাওহীদি জনতা। শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলা পরিষদের সামনে রাস্তায় ওলামা পরিষদ ও তাওহীদি জনতার আয়োজনে মানববন্ধন এবং মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
প্রতিবাদ সমাবেশে নবাবগঞ্জ থানা মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা মো. গোলাম রব্বানী, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম মুফতি মাওলানা মো. আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক আল আলীমুল রাজী, ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মো. সাদাত হোসেন, প্রভাষক মাওলানা আকমল হেসেন, ওলামা পরিষদের সদস্য মো. খালেদ সাইফুল্লাহ, হাফেজ মাওলানা শফিকুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আল আমীন