মাদারীপুরের খাগদী-ধুরাইল-শিবচর আঞ্চলিক সড়কটিতে খানা-খন্দের সৃষ্টি হওয়ায় যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছে হাজার হাজার সাধারণ মানুষ। সড়কটির একাংশের সংস্কার শেষ হতে না হতেই আরেক অংশে খানাখন্দের সৃষ্টি হয়। এই কারণে গত ১২ বছর যাবত বন্ধ রয়েছে অভ্যন্তরিন এই রুটের বাস চলাচল।
খোঁজ নিয়ে জানা গেছে, এই সড়ক দিয়ে প্রায় ১৫ ইউনিয়নের সাধারণ মানুষ যাতায়াত করে। তবে প্রায় ১২ বছর আগে থেকে এই রুটে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ মাহিন্দ্র, ইজিবাইক, অটোভ্যান ও টেম্পুসহ অন্যান্য যানবাহন দিয়ে চলাচল করতে হিমশিম খাচ্ছে। সড়কের এই বেহালে সাধারণ মানুষ ও রোগীরা আরো বিপাকে পড়েছেন। দ্রুত এই সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ ব্যাপারে মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার জানান, ইতোমধ্যে এই সড়কের সংস্কার কাজ শুরু করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই কাজটি শেষ হবে।
বিডি প্রতিদিন/হিমেল