মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননার প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শহরের ঠনঠনিয়া খানকাহ শরীফ ও এলাকাবাসির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল ঠনঠনিয়া থেকে শহরের সাতমাথা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ করে শহরের সাতমাথায় এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন ও উপস্থিত ছিলেন সভাপতি ঠনঠনিয়া নুরুন আলা নুর সিনিয়র ফাজিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাব্বির আহমেদ ওসমানী, অধ্যক্ষ মো. রাগেব হাসান ওসমানী, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুর রহিম প্রাং, সাংবাদিক আব্দুর রহিম বগরা, মহসিন আলী রাজু প্রমুখ।
এছাড়া একইদিনে জুম্মার নামাজ শেষে একই দাবিতে হেফাজতে ইসলাম বগুড়া জেলা শাখা একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় সমাবেশের আয়োজন করে। একই দিনে সিদরাতুল মুনতাহা ফাউন্ডেশন, বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল বের করে।
এসব সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আসগর আলী, হেফাজত ইসলামের জেলা নেতা আব্দুল ওয়াহেদ, জামিয়াতুল মোদারেসিন সভাপতি মাওলানা আব্দুল হাই বারী, মাওলানা শামসুল হক, ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম প্রমুখ। সমাবেশের আগে বগুড়ার বিভিন্ন মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করে এসে সমাবেশে যোগদান করেন।
বিডি প্রতিদিন/আল আমীন