দীর্ঘ ১৮ মাস পর বিএনপির প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সাবেক ৫ নেতা। বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও সদর (৬) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ তার বগুড়া শহরের সূত্রাপুরস্থ আবাসিক কার্যালয়ে দলের এ সংক্রান্ত চিঠি ওই ৫ নেতার হাতে হস্তান্তর করেন। এ সময় তিনি দলের ঐক্য সুদৃঢ় করে দলকে আরো শক্তিশালী করতে কাজ করার জন্য তাদের প্রতি আহবান জানান।
দলে ফেরা ৫ নেতা হলেন, বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বগুড়া পৌর সভার ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি এবং পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ মোঃ মেহেদী হাসান হিমু, জেলা জাসাস এর সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, জেলা বিএনপির সাবেক তাঁতী বিষয়ক সম্পাদক ও পৌরসভার ২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু এবং জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
চিঠিতে স্বাক্ষর করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দলের দপ্তর সম্পাদকের চলতি দায়িত্বে নিয়োজিত সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পৃথক পৃথক চিঠিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে আপনাকে দলের শৃংখলাপরিপহ্নী কাজের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির সকল পদ পদবী সহ প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়। আপনার আবেদনের প্রেক্ষিতে পদ পদবী স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক প্রাথমিক সদস্য পদ পূনর্বহাল করা হলো।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ মে ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বাধীন জেলা বিএনপির নির্বাহী কমিটি বিলুপ্ত করে গোলাম মোঃ সিরাজের নেতৃত্বে বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণার পর দলের শৃংখলা ভঙ্গ করে কমিটি বাতিল দাবিতে রাজপথে কর্মসূচী পালন করেন দলের কিছু নেতাকর্মী। এর সাথে জড়িত উক্ত ৫ নেতাসহ বেশ কয়েকজনের পদ পদবীসহ প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়। এরপর তারা বিগত ১৮ মাস দলীয়কর্মকান্ডের বাইরে ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল