ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নের কুমারপুর কবরস্থান দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা।
শুক্রবার (৬ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বাজারে কুমারপুর গোরস্থান ভূমিদস্যু আব্দুল আজিজ ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষার দাবিতে ৪ নং বড়গাঁও, এবং ৫নং বালিয়া ইউনিয়ন এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেন, জেলা পরিষদের সদস্য রশোনুল হক তুষার, বড়গাঁও আ.লীগের সাধারণ সম্পাদক মনরঞ্জন দেবনাথ মনি, বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু সাঈদসহ দুই ইউনিয়নের শত শত মানুষ।
এ সময় বক্তারা বলেন, ৪নং বড়গাঁও এবং ৫নং বালিয়া ইউনিয়নে প্রায় ২শ বছরের পুরনো কবরস্থান ও নতুন কবর ভেঙে দখল করে নিয়েছে আব্দুল আজিজ নামের এক ভূমিদস্যু। ইতোমধ্যে কবরস্থান দখল করে গাছ রোপন ও হালচাষ করেছেন তারা। এ অবস্থায় কুমারপুর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে জানতে আব্দুল আজিজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার সিং বলেন, ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান হিসেবে কর্মরত আব্দুল আজিজ শত বছরের পুরোনো কবরস্থান দখল করে গাছের চারা রোপন করেন। এলাকাবাসী অনেকবার তাকে বলেছে ‘যদি আপনার জমি থেকে থাকে তাহলে আমরা বর্তমান বাজার মূল্যে টাকা দিব, দরকার হলে অন্য জায়গায় আপনাকে জমি দেব।’ তার পরেও তিনি কোন কথা শুনেন না। আমাকেও পাত্তা দেয় না। আব্দুল আজিজ ফায়ার সার্ভিসে চাকুরী করেন তাই এতো ক্ষমতা দেখাচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, একজন ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান কবরস্থানের কবর ভেঙে গাছের চারা লাগিয়েছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান, তদন্তের রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল