‘বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন’- এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে ৩৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল।
এছাড়াও অনুষ্ঠানে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান শেখ, গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন।
বিডি প্রতিদিন/আবু জাফর