‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে’ উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোনায় ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে মোক্তারপাড়া পাবলিক হলের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে পাবলিক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা সমবায় অফিসার মোফাজ্জল হোসেন, সমবায় ইউনিয়নের সভাপতি কামরুন্নেছা আশরাফ দিনা প্রমুখ।
এতে জেলার সকল সমবায় ইউনিয়নের সমবায়ীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর