খাগড়াছড়ি পৌরসভা এলাকার পৌর কর নির্ধারণ ও আদায় নিয়ে মেয়র প্রার্থীরা বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম।
শুক্রবার খাগড়াছড়ি সদরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।
এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া ও সম্মিলিত নাগরিক কমিটির সদস্য সচিব হোসেন চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম