কুড়িগ্রামের রৌমারীতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের চাচাতো ভাই মোয়াজ্জেম হোসেন মাসুমকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
শুক্রবার রাত ১০টার দিকে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরের দিকে তাকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, মোয়াজ্জেম হোসেন মাসুমের নামে একটি চাঁদাবাজি মামলা হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করে শনিবার দুপুরের দিকে কুড়িগ্রাম জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই