রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মেহেরুন্নেসা খাতুন, সিনিয়র শিক্ষিকা

শূন্যস্থান পূরণ

ষষ্ঠ অধ্যায়

জলবায়ু ও দুর্যোগ

 

১. কোনো স্থানের ---- সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে।

উত্তর : স্বল্প

২. কোনো স্থানের ---- পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু।

উত্তর : আবহাওয়া

৩. ---- এবং জলবায়ুগত কারণে বাংলাদেশে নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে।

উত্তর : প্রাকৃতিক অবস্থান

৪. বিভিন্ন কারণে ---- জলবায়ু বদলে যাচ্ছে।

উত্তর : বিশ্বের

৫. এর একটি অন্যতম কারণ ---- দূষণ।

উত্তর : মানবসৃষ্ট

৬. মানবসৃষ্ট দূষণের ফলে বিশ্বের ---- বেড়ে যাচ্ছে।

উত্তর : তাপমাত্রা

৭. তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে ---- গলে যাচ্ছে।

উত্তর : বরফ

৮. অন্যদিকে ---- শুকিয়ে যাচ্ছে।

উত্তর : জলাশয়

৯. অতিবৃষ্টি বা ---- হচ্ছে।

উত্তর : অনাবৃষ্টি

১০. বারবার ভয়াবহ ---- হচ্ছে।

উত্তর : বন্যা

১১. ---- প্রকোপ বেড়ে যাচ্ছে।

উত্তর : ঘূর্ণিঝড়ের

১২. মাটির ---- বেড়ে কৃষিজমির ক্ষতি হচ্ছে

উত্তর : লবণাক্ততা

১৩. গাছপালা ও ---- প্রাণী ধ্বংস হচ্ছে যাচ্ছে।

উত্তর : বিভিন্ন

১৪. ভূগর্ভস্থ ---- স্তর নিচে নেমে যাচ্ছে।

উত্তর : পানির

১৫. জলবায়ু পরিবর্তনের মাত্রা ---- হলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়।

উত্তর : ব্যাপক

১৬. জলবায়ু পরিবর্তনের ফলে ---- সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে।

উত্তর : ২০৫০।

১৭. এতে খাদ্য উৎপাদন, বাড়িঘর, স্বাস্থ্য ও ---- ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে।

উত্তর : কর্মসংস্থান

১৮. এই দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ---- ও ত্রাণ মন্ত্রাণালয় কাজ করে যাচ্ছে।

উত্তর : দুর্যোগ ব্যবস্থাপনা

১৯. ২০০৭ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিডরের ঘণ্টায় গতিবেগ ছিল ---- কিলোমিটার।

উত্তর : ১৬০

২০. ২০০৯ সালের ঘূর্ণিঝড় ---- ১০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।

উত্তর : আইলায়

২১. এ দেশের অনেক জায়গায়ই ---- প্রবণতা দেখা যায়।

উত্তর : নদীভাঙনের।

২২. ---- নদীভাঙনের একটি অন্যতম কারণ।

উত্তর : বন্যা

২৩. বন্যার ---- পানির স্রোত ও ঢেউ নদীর পাড়ে আঘাত হানে।

উত্তর : অতিরিক্ত

২৪. বন্যার সময় নদীভাঙন শুরু হলে তা ---- রূপ ধারণ করে।

উত্তর : মারাত্মক

২৫. মানবসৃষ্ট এবং ---- কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়।

উত্তর : প্রাকৃতিক।

২৬. পানি ---- নদীর পাড় রক্ষার জন্য কাজ করে যাচ্ছে।

উত্তর : উন্নয়ন বোর্ড।

২৭. বন্যা ---- বাঁধ তৈরি।

উত্তর : প্রতিরোধে

২৮. সেচের জন্য ---- ও সøুইস গেট নিয়ন্ত্রণ ব্যবস্থা।

উত্তর : কালভার্ট

২৯. বন্যায় ---- অবলম্বনের জন্য নানা ধরনের প্রস্তুতি নেওয়া।

উত্তর : সতর্কতা

৩০. ---- অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে।

উত্তর : ভৌগোলিক

৩১. মৃদু ভূমিকম্প মোকাবিলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি ---- অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

উত্তর : সতর্কতা

৩২. ভূমিকম্পের পূর্ব প্রস্তুতিগুলোকে ---- আগে, ভূমিকম্প চলকালীন এবং ভূমিকম্পের পরে এ তিনটি ভাগে ভাগ করা যায়।

উত্তর : ভূমিকম্পের

৩৩. বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে ---- ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

উত্তর : সুনামি

৩৪. ---- শান্ত থাকতে হবে।

উত্তর : পুরোপুরি

৩৫. আতঙ্কিত হয়ে ---- করা যাবে না।

উত্তর : ছোটাছুটি

৩৬. বিছানায় থাকলে ---- দিয়ে মাথা ঢেকে রাখতে হবে।

উত্তর : বালিশ

৩৭. কাঠের টেবিল বা ---- কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে।

উত্তর : শক্ত।

৩৮. পাকা দালানে থাকলে  ---- পাশে দাঁড়াতে হবে।

উত্তর : বিমের

৩৯. প্রথম ---- থেমে যাবার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে।

উত্তর : ভূকম্পন।

৪০.  প্রাথমিক ---- ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে।

উত্তর : চিকিৎসা।

 

সর্বশেষ খবর