রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

একাদশ-দ্বাদশ শ্রেণির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র

সুকুমার মন্ডল, প্রভাষক

একাদশ-দ্বাদশ শ্রেণির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র

আজ এ বিষয়ের চতুর্থ অধ্যায় : উমাইয়া খিলাফত ৬৬১-৭৫০ খ্রি., পঞ্চম অধ্যায় : আব্বাসীয় খিলাফত ৭৫০-১২৫৮ খ্রি. এবং ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রয়োজনীয় তথ্য, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন এবং অনুশীলনের জন্য সৃজনশীল উদ্দীপক তুলে ধরছি।

এসো জেনে নিই কিছু স্মরণীয় সাল

৬৬১ খ্রি. উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা

৬৮০ খি. কারবালার যুদ্ধ

৬৯১ খি. কুব্বাতুস সাখরা প্রতিষ্ঠা

৭৫০ খ্রি. জাব যুদ্ধ

৭৫০ খ্রি. আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত

৭৬২ খ্রি. বাগদাদ নগরী প্রতিষ্ঠা

৮৩০ খ্রি. বায়তুল হিকমা প্রতিষ্ঠা

১০৯৫-১২৯১ খ্রি. ক্রুসেড

১২৫৮ খ্রি. হালাকু খানের বাগদাদ আক্রমণ

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক

উমাইয়া খিলাফতের শাসনকাল কত বছর?

উত্তর : ৬৬১-৭৫০ = ৯০ বছর।

উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন কে?

উত্তর : খলিফা হজরত মুয়াবিয়া (রা.)।

কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?

উত্তর : খলিফা হজরত মুয়াবিয়া (রা.) কে।

উমাইয়া খিলাফতের সর্বমোট কতজন শাসক?

উত্তর : ১৪ জন।

স্বাধীন উমাইয়া রাজবংশের রাজধানী কোথায় ছিল?

উত্তর : সিরিয়ার দামেস্ক নগরী।

মুয়াবিয়া কোন ধরনের শাসনব্যবস্থার প্রবর্তন করেন?

উত্তর : গণতন্ত্রের পরিবর্তে বংশানুক্রমিক রাজতন্ত্র।     

সর্বপ্রথম মুসলিম নৌবাহিনীর ও ঘোড়ার ডাকের প্রবর্তক কে?

উত্তর : মুয়াবিয়া।

মুয়াবিয়ার পিতা ও পুত্র কে ছিলেন?

উত্তর : পিতা আবু সুফিয়ান ও পুত্র ইয়াজিদ।

কারবালার যুদ্ধ কত সালে, কাদের মধ্যে সংঘটিত হয়?

উত্তর : ৬৮০ সালে ইমাম হোসেন ও ইয়াজিদের মধ্যে।

কোন ঘটনার মধ্য দিয়ে শিয়া মতবাদের উদ্ভব ঘটে?

উত্তর : কারবালার যুদ্ধ।

উমাইয়া খলিফাদের মধ্যে কাকে রাজেন্দ্র বলা হয়?

উত্তর : আব্দুল মালিক।

উমাইয়া খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর : খলিফা আব্দুল মালিক।

কুব্বাতুস সাখরা কোথায় অবস্থিত?

উত্তর : জেরুজালেম।

কে কত সালে কুব্বাতুস সাখরা নির্মাণ করেন?

উত্তর : খলিফা আব্দুল মালিক ৬৯১ সালে।

প্রথম আরবি মুদ্রা কে প্রচলন করেন?

উত্তর : আব্দুল মালিক।

আরবীয়করণনীতির প্রবর্তক কে?

উত্তর : আব্দুল মালিক।

কে আরবি ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করেন?

উত্তর : আব্দুল মালিক।

কাকে আশীর্বাদের চাবি বলা হয় এবং কেন?

উত্তর : খলিফা সুলাইমানকে।

উমাইয়া খিলাফতের সম্প্রসারণ সর্বাধিক হয় কার শাসনামলে?

উত্তর : আল ওয়ালিদ।

কোন কোন এলাকা তাঁর আমলে বিজিত হয়?

উত্তর : মধ্য এশিয়া, আফ্রিকা, স্পেন ও সিন্ধু।

কোন খলিফার শাসনামলে মুসলিম বাহিনী স্পেন জয় করে?

উত্তর : আল ওয়ালিদ।

কোন উমাইয়া খলিফাকে পঞ্চম ধর্মপ্রাণ খলিফা বা উমাইয়া সাধু বা দ্বিতীয় ওমর বলা হয়?

উত্তর : ওমর বিন আব্দুল আজিজকে। 

কে খোলাফায়ে রাশেদিনের নীতি ও আদর্শ মেনে শাসন পরিচালনা করতেন?

উত্তর : ওমর বিন আব্দুল আজিজ।

উমাইয়া বংশের সর্বশেষ খলিফা কে ছিলেন?

উত্তর : দ্বিতীয় মারওয়ান।       

কোন যুদ্ধের মাধ্যমে উমাইয়া খিলাফতের চূড়ান্ত পতন হয়?

উত্তর : জাব যুদ্ধ (৭৫০ খ্রি.)।

কাদের আন্দোলনের মাধ্যমে উমাইয়া খিলাফতের পতন ত্বরান্বিত হয়?

উত্তর : আব্বাসীয় আন্দোলন।

কত সালে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ৭৫০ খ্রিস্টাব্দে।

কোন বংশের পতনের ফলে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়?

উত্তর : উমাইয়া বংশ।

আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : খলিফা আবুল আব্বাস আস সাফফা।

আস সাফফা শব্দের অর্থ কী?

উত্তর : রক্তপিপাসু।

কার নামানুসারে আব্বাসীয় খিলাফতের নামকরণ হয়?

উত্তর : মহানবী (সা.)-এর চাচা আবু আল আব্বাস।

আব্বাসীয় বংশের প্রথম রাজধানী কোথায় প্রতিষ্ঠিত হয়?

উত্তর : হাশিমিয়া।

আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা আবুল আব্বাসকে কেন আস সাফফা বলা হয়?

উত্তর : তিনি উমাইয়া বংশের ৮০ জনকে নির্মমভাবে হত্যা করেন বলে।

আব্বাসীয় বংশের প্রতিষ্ঠায় কোন সেনাপতির ভূমিকা ছিল সর্বাধিক?

উত্তর : আবু মুসলিম খোরাসানি।

দাঈ শব্দের অর্থ কী?

উত্তর : প্রচারক।

আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

উত্তর : আবু জাফর আল মনসুর।

মনসুর শব্দের অর্থ কী?

উত্তর : বিজয়ী।

আব্বাসীয় বংশের সর্বমোট কতজন খলিফা রাজত্ব করেন?

উত্তর : ৩৭ জন।

রাজধানী বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা কে?

উত্তর : আবু জাফর আল মনসুর।

কত সালে বাগদাদ নগরী প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ৭৬২ সালে, আল মনসুর একে ‘আল মানসুরিয়া’ নামে অভিহিত করেন।

আব্বাসীয় খিলাফতের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল?

উত্তর : বাগদাদ।            [চলবে]

সর্বশেষ খবর