মঙ্গলবার, ৪ মে, ২০২১ ০০:০০ টা

এইচএসসি পড়াশোনা জীববিজ্ঞান দ্বিতীয়পত্র

সুনির্মল চন্দ্র বসু সহকারী অধ্যাপক

দ্বিতীয় অধ্যায় : প্রাণীর পরিচিতি প্রতীক প্রাণী : রুই মাছ

১. রুই মাছে কত ধরনের পাখনা দেখা যায়?

ক. ৪     খ. ৫     গ. ৬     ঘ. ৭

২. মাছের জোড়া পাখনা কোনটি?

ক. পৃষ্ঠ পাখনা   খ. পুচ্ছ পাখনা

গ. পায়ু পাখনা   ঘ. শ্রোণী পাখনা

৩. রুই মাছের পুচ্ছ পাখনা-

i. দেহের ভারসাম্য রক্ষা করে

ii. হোমোসার্কাল ধরনের হয়

iii. চলাচলে সাহায্য করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪. রুই মাছের আঁইশ-

i. চুন ও কোলাজেন তন্ত নিয়ে গঠিত

ii. এপিডার্মাল স্তর থেকে সৃষ্ট

iii. প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

কোন প্রাণীতে একচক্রী রক্ত সংবহনতন্দ্র উপস্থিত?

ক. Poekilocerus pictus

খ. Labeo rohita

গ. Hydra vulgaris

ঘ. Homo Sapiens

৬. রুই মাছের হৃৎপিন্ডের অংশগুলো হলো-

i. সাইনাস ভেনোসাস

ii. কোনাস আর্টারিওসাস

iii. বাল্বাস আর্টারিওসাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭. ভেনাস হার্ট পাওয়া যায়-

ক. ব্যাঙ   খ. মাছ   গ. কুমির ঘ. পাখি

৮. রুই মাছের হৃৎপিন্ড হতে ফুলকায় রক্ত সরবরাহ করে-

ক. অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি

খ. ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি

গ. ল্যাটেরাল ধমনি

ঘ. পৃষ্ঠীয় ধমনি

নিচের উদ্দীপকটি দেখে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও :

৯. উদ্দীপকের ‘A’ চিহ্নিত অংশটির নাম কী?

ক. ভেন্দ্রিকল  খ. বাল্বাস আর্টারিওসাস

গ. অ্যাট্রিয়াম  ঘ. সাইনাস ভেনোসাস

১০. উদ্দীপকের অঙ্গটি-

i. চার প্রকোষ্ঠবিশিষ্ট

ii. পেরিকার্ডিয়াল গহবরে অবস্থান করে

iii. একমুখী রক্ত প্রবাহবিশিষ্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :

১১. চিত্রের অঙ্গটির প্রকোষ্ঠে সংখ্যা কয়টি?

ক. ২     খ. ৩     গ. ৪     ঘ. ৭

১২. চিত্রের অঙ্গটির বৈশিষ্ট্য হচ্ছে-

i. বাল্বাস আর্টারিওসাস বিদ্যমান

ii. একচক্রীয় সংবহনতন্ত্রের অংশ

iii. অক্সিজেনযুক্ত রক্ত বহন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩.  রুই মাছের বক্ষ অঞ্চলে কোন ধমনি রক্ত সরবরাহ করে?

ক. প্যারাইটাল  খ. রেনাল 

গ. ইলিয়াক     ঘ. সাবক্ল্যাভিয়ান

১৪. রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ কোনটি?

ক. মুখ  খ. ফুলকা  গ. কানকো  ঘ. বায়ুথলি

১৫. নিচের কোনটি রুই মাছকে অক্সিজেন গ্রহণে সাহায্য করে?

ক. ফুলকা আর্চ  খ. ফুলকা র‌্যাকার

গ. ফুলকা আবরণী     ঘ. ফুলকা ফিলামেন্ট

১৬. রুই মাছের দেহের অংকীয়তলে কয়টি ছিদ্র থাকে?

ক. ১     খ. ২     গ. ৩     ঘ. ৪

১৭. রুই মাছের বায়ুথলির কাজ হলো-

i. শব্দ উৎপাদন করা

ii. প্রতিধ্বনি সৃষ্টি করা

iii. শ্বসনে সাহায্য করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :

১৮. উদ্দীপকের ‘A’ অংশে গ্যাস পাওয়া যায়-

i. অক্সিজেন

ii. নাইট্রোজেন

iii. কার্বন ডাইঅক্সাইড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. উদ্দীপকের অঙ্গটি সহায়তা করে-

i. ভাসতে

ii. শব্দ সৃষ্টিতে

iii. শিকার ধরতে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. কোন ঋতুতে রুই মাছের আঁইশ বেশি বৃদ্ধি পায়?

ক. গ্রীষ্ম  খ. শীত  গ. শরৎ  ঘ. বর্ষা

২১. ৩ দিন থেকে ৮ দিন বয়স পর্যন্ত রুই পোনাকে বলে-

ক. রেণু পোনা   খ. ধানী পোনা

গ. আঙ্গুরি পোনা ঘ. সদ্য রেণু পোনা

২২. নিচের কোনটি রুই মাছের রেণু পোনার দৈর্ঘ্য?

ক. ৫.৮ মি. মি.     খ. ৭.৮ মি. মি.

গ. ১২.৮মি. মি.     ঘ. ২৩.৮ মি. মি.

২৩. বাংলাদেশের কোন নদীতে রুই মাছের প্রাকৃতিক প্রজনন হয়?

ক. বুড়িগঙ্গা নদী

খ. সুরমা নদী

গ. হালদা নদী

ঘ. যমুনা নদী

২৪. কোনটি বিশ্ব প্রকৃতি সংরক্ষণের একটি বৃহৎ সংগঠন?

ক. IUCN খ. ICBF গ. ICZN ঘ. ICBN

২৫. মাছের শুক্রাণুকে কৃত্রিম উপায়ে দীর্ঘদিন কার্যক্রম রাখা হয় কোন পদ্ধতিতে?

ক. ইন সিটু কনজারভেশন

খ. টেস্ট টিউব

গ. ক্রায়োপ্রিজারভেশন

ঘ. স্পার্মেশন

 

উত্তরমালা : ১. খ ২. ঘ ৩. গ ৪. খ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. ক ৯. খ ১০. গ ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক ২০. ক ২১. খ ২২. ক ২৩. গ ২৪. ক ২৫. গ

সর্বশেষ খবর