প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বিভাগকে সংবিধান ও আইনের আওতার মধ্যে যে ক্ষমতা দেওয়া আছে তা ঠিকমতো চর্চা করতে দেওয়া হলে দেশে অনেকাংশে দুর্নীতি, অপরাধ প্রবণতা এমনকি সন্ত্রাস কমে যাবে। বিচার বিভাগকে ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না বলেই এসব হচ্ছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান বিচারপতি বলেন, বিভিন্ন সময় বিচার বিভাগের ব্যাপারে প্রশাসনকে ভুল বোঝানো হয়েছে। কখনো বলা হয়ে থাকে, বিচার বিভাগ প্রশাসনের প্রতিপক্ষ। এটা অত্যন্ত ভুল ধারণা। কোনো দিনই বিচার বিভাগ প্রশাসন বা সরকারের প্রতিপক্ষ হয়নি। তিনি বলেন, পলিটিক্যাল গভর্নমেন্ট কী করবে তা সংবিধানে পরিষ্কার বলা আছে। বিচার বিভাগ কী করবে, তার সীমারেখা পরিষ্কার বলা আছে। যখনই দেখা যাবে, পলিটিক্যাল গভর্নমেন্ট যা করছে তা পলিটিক্যাল চিন্তাধারা থেকে, সংবিধান অনুযায়ী কাজ করছে না। তখন সুপ্রিম কোর্ট এগিয়ে আসবে, বিচার বিভাগ এগিয়ে আসবে। না হলে সেই দেশের সভ্যতা থাকবে না। প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু হত্যার পরে রাজনীতিবিদরা এটাকে আইনগত বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বিচার বিভাগ এগিয়ে আসে। এভাবে জেলহত্যা মামলা, যুদ্ধাপরাধ মামলাসহ বিভিন্ন ক্ষেত্রে বিচার বিভাগ এগিয়ে এসেছে। অধস্তন আদালতে জেলা জজের ছয়টিসহ মোট ৩৬০ পদ খালি উল্লেখ করে তিনি বলেন, এতে মামলা জট বাড়ছে। জেলা জজের পদে নতুন নিয়োগ দেওয়া হলেও আগের মামলাগুলো অনিষ্পন্ন মামলা হিসেবেই থেকে যাবে। কেননা নতুন বিচারক নিয়োগ পাওয়ার পর তিনি নতুন মামলার শুনানি করবেন, আগের মামলাগুলো থেকে যাবে। মামলা জটের এটাই একমাত্র কারণ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক পরীক্ষায় এমনকি পাবলিক সার্ভিস কমিশনেও বেশকিছু দিন আগে পর্যন্ত প্রশ্নপত্র ফাঁস হতো। আজকে আমরা গর্ব করে বলতে পারি, জুডিশিয়াল সার্ভিস কমিশনের একটি পরীক্ষায়ও প্রশ্ন ফাঁস হয়নি। এক্ষেত্রে প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কঠোর গোপনীয়তার বিষয়টি তিনি উল্লেখ করেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক খোন্দকার মূসা খালেদ, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী।
শিরোনাম
- জিটুজি চুক্তির মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬
- বিএনপির যুগ্ম-মহাসচিব হলেন হুমায়ুন কবির
- অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে : ইউএনওদের প্রতি ইসি
- এক লাখ টন সেদ্ধ ও আতপ চাল কিনবে সরকার
- বিইউএফটির সেন্ট্রাল লাইব্রেরিতে ১০১ বই উপহার
- আইইউবিতে অনুষ্ঠিত হলো নরওয়েজিয়ান চলচ্চিত্র উৎসব
- হামাস নির্মূলে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, দাবি ট্রাম্পের
- সিঙ্গাপুরে ফিলিস্তিনপন্থী মিছিল করা তিন তরুণী খালাস পেলেন
- ল্যুভর মিউজিয়ামে চুরি হওয়া গয়নার দাম জানাল ফ্রান্স
- বাংলাদেশি টাকায় আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
- নির্বাচনে কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির
- ক্যালিফোর্নিয়ায় ফুটবল মাঠে বিমান বিধ্বস্ত
- ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
- হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
- টরন্টোতে বিভিন্ন দাবিতে সিলেট প্রবাসীদের মানববন্ধন
- আজ থেকে ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার আবেদন শুরু
- ঢাকার বাতাসের মান আজ অস্বাস্থ্যকর
- ডাকাতি-ছিনতাই, নদীতে লাশ বেড়েছে
- জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিচার বিভাগকে কাজ করতে না দেওয়ায় সন্ত্রাস দুর্নীতি : প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর