প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বিভাগকে সংবিধান ও আইনের আওতার মধ্যে যে ক্ষমতা দেওয়া আছে তা ঠিকমতো চর্চা করতে দেওয়া হলে দেশে অনেকাংশে দুর্নীতি, অপরাধ প্রবণতা এমনকি সন্ত্রাস কমে যাবে। বিচার বিভাগকে ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না বলেই এসব হচ্ছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান বিচারপতি বলেন, বিভিন্ন সময় বিচার বিভাগের ব্যাপারে প্রশাসনকে ভুল বোঝানো হয়েছে। কখনো বলা হয়ে থাকে, বিচার বিভাগ প্রশাসনের প্রতিপক্ষ। এটা অত্যন্ত ভুল ধারণা। কোনো দিনই বিচার বিভাগ প্রশাসন বা সরকারের প্রতিপক্ষ হয়নি। তিনি বলেন, পলিটিক্যাল গভর্নমেন্ট কী করবে তা সংবিধানে পরিষ্কার বলা আছে। বিচার বিভাগ কী করবে, তার সীমারেখা পরিষ্কার বলা আছে। যখনই দেখা যাবে, পলিটিক্যাল গভর্নমেন্ট যা করছে তা পলিটিক্যাল চিন্তাধারা থেকে, সংবিধান অনুযায়ী কাজ করছে না। তখন সুপ্রিম কোর্ট এগিয়ে আসবে, বিচার বিভাগ এগিয়ে আসবে। না হলে সেই দেশের সভ্যতা থাকবে না। প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু হত্যার পরে রাজনীতিবিদরা এটাকে আইনগত বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বিচার বিভাগ এগিয়ে আসে। এভাবে জেলহত্যা মামলা, যুদ্ধাপরাধ মামলাসহ বিভিন্ন ক্ষেত্রে বিচার বিভাগ এগিয়ে এসেছে। অধস্তন আদালতে জেলা জজের ছয়টিসহ মোট ৩৬০ পদ খালি উল্লেখ করে তিনি বলেন, এতে মামলা জট বাড়ছে। জেলা জজের পদে নতুন নিয়োগ দেওয়া হলেও আগের মামলাগুলো অনিষ্পন্ন মামলা হিসেবেই থেকে যাবে। কেননা নতুন বিচারক নিয়োগ পাওয়ার পর তিনি নতুন মামলার শুনানি করবেন, আগের মামলাগুলো থেকে যাবে। মামলা জটের এটাই একমাত্র কারণ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক পরীক্ষায় এমনকি পাবলিক সার্ভিস কমিশনেও বেশকিছু দিন আগে পর্যন্ত প্রশ্নপত্র ফাঁস হতো। আজকে আমরা গর্ব করে বলতে পারি, জুডিশিয়াল সার্ভিস কমিশনের একটি পরীক্ষায়ও প্রশ্ন ফাঁস হয়নি। এক্ষেত্রে প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কঠোর গোপনীয়তার বিষয়টি তিনি উল্লেখ করেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক খোন্দকার মূসা খালেদ, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী।
শিরোনাম
- সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
- অস্ট্রেলীয় সাংবাদিকের যে প্রশ্নে চটে গেলেন ট্রাম্প (ভিডিও)
- ফেনীতে ডিপ্লোমা প্রকৌশলীদের এক ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ
- কুয়েত চেম্বারে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বিশেষ সভা
- শ্রীলঙ্কা জিতলে বাঁচবে স্বপ্ন, হারলে কঠিন সমীকরণ বাংলাদেশের
- দেশে অচলাবস্থার সৃষ্টি করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে: দুদু
- জবি উপাচার্যসহ পুরো প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের
- সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ তিনজন গ্রেফতার
- ফেনীতে যুবককে পিটিয়ে হত্যার শাস্তির দাবিতে বিক্ষোভ
- বিশ্ব র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য শাবিপ্রবির চার পদক্ষেপ
- যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল মিললো মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ
- ঝিনাইদহে মাছ ধরা কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২
- জুলাই সনদ বাস্তবায়নে ২১ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন
- শ্রীবরদীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার
- দোহায় হামলা চালানোয় নেতানিয়াহুকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি কাতারের
- ভাগ্নের বিরুদ্ধে মামাকে পিটিয়ে-কুপিয়ে হত্যার অভিযোগ
- চাকসু নির্বাচন: ছাত্রদলের আবেদনে মনোনয়নের সময় একদিন বাড়াল কমিশন
- ইউক্রেনে প্রথমবারের মতো অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন ট্রাম্প
- নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার
- দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ও সড়ক অবরোধ