প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বিভাগকে সংবিধান ও আইনের আওতার মধ্যে যে ক্ষমতা দেওয়া আছে তা ঠিকমতো চর্চা করতে দেওয়া হলে দেশে অনেকাংশে দুর্নীতি, অপরাধ প্রবণতা এমনকি সন্ত্রাস কমে যাবে। বিচার বিভাগকে ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না বলেই এসব হচ্ছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান বিচারপতি বলেন, বিভিন্ন সময় বিচার বিভাগের ব্যাপারে প্রশাসনকে ভুল বোঝানো হয়েছে। কখনো বলা হয়ে থাকে, বিচার বিভাগ প্রশাসনের প্রতিপক্ষ। এটা অত্যন্ত ভুল ধারণা। কোনো দিনই বিচার বিভাগ প্রশাসন বা সরকারের প্রতিপক্ষ হয়নি। তিনি বলেন, পলিটিক্যাল গভর্নমেন্ট কী করবে তা সংবিধানে পরিষ্কার বলা আছে। বিচার বিভাগ কী করবে, তার সীমারেখা পরিষ্কার বলা আছে। যখনই দেখা যাবে, পলিটিক্যাল গভর্নমেন্ট যা করছে তা পলিটিক্যাল চিন্তাধারা থেকে, সংবিধান অনুযায়ী কাজ করছে না। তখন সুপ্রিম কোর্ট এগিয়ে আসবে, বিচার বিভাগ এগিয়ে আসবে। না হলে সেই দেশের সভ্যতা থাকবে না। প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু হত্যার পরে রাজনীতিবিদরা এটাকে আইনগত বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বিচার বিভাগ এগিয়ে আসে। এভাবে জেলহত্যা মামলা, যুদ্ধাপরাধ মামলাসহ বিভিন্ন ক্ষেত্রে বিচার বিভাগ এগিয়ে এসেছে। অধস্তন আদালতে জেলা জজের ছয়টিসহ মোট ৩৬০ পদ খালি উল্লেখ করে তিনি বলেন, এতে মামলা জট বাড়ছে। জেলা জজের পদে নতুন নিয়োগ দেওয়া হলেও আগের মামলাগুলো অনিষ্পন্ন মামলা হিসেবেই থেকে যাবে। কেননা নতুন বিচারক নিয়োগ পাওয়ার পর তিনি নতুন মামলার শুনানি করবেন, আগের মামলাগুলো থেকে যাবে। মামলা জটের এটাই একমাত্র কারণ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক পরীক্ষায় এমনকি পাবলিক সার্ভিস কমিশনেও বেশকিছু দিন আগে পর্যন্ত প্রশ্নপত্র ফাঁস হতো। আজকে আমরা গর্ব করে বলতে পারি, জুডিশিয়াল সার্ভিস কমিশনের একটি পরীক্ষায়ও প্রশ্ন ফাঁস হয়নি। এক্ষেত্রে প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কঠোর গোপনীয়তার বিষয়টি তিনি উল্লেখ করেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক খোন্দকার মূসা খালেদ, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ