পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনে ৭৫ দশমিক ৩ শতাংশ সেবা গ্রহীতার কাছ থেকে ঘুষ নিচ্ছে পুলিশ। এ সেবা গ্রহণ করতে গড়ে ঘুষ দেওয়ার পরিমাণ ৭৯৭ টাকা। তাই ঘুষ-দুর্নীতি বন্ধে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা উচিত। গতকাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণা (টিআইবি) প্রতিবেদনের তথ্যানুযায়ী এ কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘পাসপোর্ট সেবায় সুশাসন : চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, সাবেক চেয়ারপারসন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান। গবেষক শাহনূর রহমানের উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, এই জরিপে অংশ নেওয়া সেবা গ্রহীতাদের ৫৫ দশমিক ২ শতাংশ অনিয়ম, হয়রানি ও দুর্নীতির শিকার হয়েছেন। পাসপোর্ট অফিস থেকে দেওয়া স্লিপে উল্লেখ করা নির্ধারিত সময়ে অনেকেই পাসপোর্ট পাচ্ছেন না। সেবা গ্রহীতাদের মধ্যে ৪১ দশমিক ৭ শতাংশ পাসপোর্ট করার সময় দালাল বা অন্যদের সাহায্য নিয়েছে। এর মধ্যে ৮০ শতাংশ দালালের সহযোগিতা নিয়েছে। এই সহযোগিতা নেওয়ার হার সিলেটে সর্বোচ্চ ৬০ শতাংশ আর রাজশাহীতে সবচেয়ে কম ২০ শতাংশ। সম্মেলনে সুলতানা কামাল বলেন, গবেষণার প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৫ সালের তুলনায় দুর্নীতি কিছুটা কমেছে। তার মানে কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে। পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশি ছাড়পত্র এবং সত্যায়ন ও প্রত্যয়ন বিধান বাতিল করা উচিত। রাষ্ট্রের উচিত মানুষকে বিশ্বাস করা। আর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী খোঁজ করলেই ব্যক্তির যাবতীয় তথ্য পাওয়া যাবে। তাই মনে হয় পুলিশি ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই।
শিরোনাম
- সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির পায়ের কঙ্কাল উদ্ধার
- মালয়েশিয়ায় প্রবাসী শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়
- লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- রংপুরে টাইফয়েড টিকা বিষয়ক পরামর্শক সভা অনুষ্ঠিত
- বিএনপি নেতার মাগফিরাত কামনায় রংপুরে যুবদলের দোয়া মাহফিল
- যুদ্ধবিরতির পরও ২৮ জনকে হত্যা করেছে ইসরায়েল
- ঢাকাগামী ফ্লাইট নামছে চট্টগ্রাম ও সিলেটে
- রংপুরে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- মেহেরপুরে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম
- পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা: স্বামী গ্রেপ্তার
- রাজনীতিতে যে পরিবর্তন আনতে চাই, জুলাই সনদ স্বাক্ষরে তা শুরু : সালাহউদ্দিন
- শাহজালালে ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত
- গোপালগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন
- জুলাই সনদ বানচাল হলে দেশ পিছিয়ে পড়বে : অ্যাটর্নি জেনারেল
- ফিলিস্তিনিদের মরদেহে ভয়াবহ নির্যাতনের চিহ্ন, অঙ্গ চুরির অভিযোগ
- প্যান্ট স্টাইল ডায়াপার উদ্ধোধন করল স্কয়ার
- শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন
- আইইউবির আয়োজনে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন আইসিইবিটিএম
- মুনাফার ঊর্ধ্বে মানুষের জীবন বাঁচানোর এক মানবিক উদ্যোগ
- মারা গেলেন নোবেল জয়ী পদার্থবিদ চেন নিং ইয়াং
৭৫ শতাংশ পাসপোর্ট ভেরিফিকেশনে ঘুষ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর