বুধবার, ৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিদেশ থেকে আনা গ্যাস ভারতে রপ্তানি হবে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিদেশ থেকে আনা গ্যাস ভারতে রপ্তানি হবে

বাংলাদেশ ভারতকে গ্যাস দিয়ে দিচ্ছে, এটা ভুল ধারণা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, বিদেশ থেকে আমদানিকৃত এলএনজি প্রক্রিয়াজাত করে ভারতে রপ্তানি হবে। এ ছাড়া ফেনী নদীর পানির বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার স্টেডিয়াম নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটা ভুল ধারণা তৈরি হচ্ছে যে, ভারতকে বাংলাদেশ গ্যাস দিয়ে দিচ্ছে। আসলে বিদেশ থেকে আনা আমদানিকৃত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) প্রক্রিয়াজাতকরণ করে তা ভারতে রফতানি করা হবে। এতে বাংলাদেশই লাভবান হবে।’ ড. মোমেন বলেন, ‘বিভিন্ন দেশ এভাবে গ্যাস আমদানি করে প্রক্রিয়াজাত করে আবার রফতানি করে আসছে।’ ফেনী নদীর পানি ভারতকে দেওয়া বিষয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘মানবিক বিষয়টি মাথায় রেখে ফেনি নদীর কিছু পানযোগ্য পানি ভারতকে দেওয়া হবে। এটা নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই বিভিন্ন সময় আন্তঃচুক্তি হয়ে থাকে।’ এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল খালিক, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া, বিসিবির পরিচালক শফিউল আলম নাদেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ। প্রসঙ্গত, নয়াদিল্লিতে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। তার মধ্যে এলএনজি রফতানির বিষয়টিও রয়েছে। তবে এ নিয়ে দেশে অপপ্রচার চালানো হয় যে, বাংলাদেশে উৎপন্ন গ্যাস ভারতকে দিয়ে দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর