বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেছেন, জনগণকে নিজের প্রয়োজনেই মাস্ক পরতে হবে। এ উপলব্ধিটা প্রত্যেক মানুষের মনে জাগ্রত করতে হবে। সরকারকে যেমন আইনের কঠোর প্রয়োগ করতে হবে, একইভাবে জনসচেতনতাও বাড়াতে হবে। এ ক্ষেত্রে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌন ও চর্মরোগ বিভাগের চেয়ারম্যান শহীদুল্লাহ সিকদার বলেন, সাধারণ পরিবেশে এ করোনাভাইরাস থাকলে তা বাতাসে ভেসে বেড়ায়। এটা নাকের ছিদ্র দিয়ে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। সুতরাং নাসারন্ধ্র বন্ধ রাখা জরুরি। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে এটাই উপযুক্ত পন্থা। তবে যেসব ভ্যাকসিনের কথা আলোচনায় আছে তা শতকরা ৯৫ ভাগ কার্যকর। ভ্যাকসিন এলে করোনা নিয়ন্ত্রণ অনেকাংশেই সম্ভব। তবে এখন মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, করোনা এমন একটি ভাইরাস যা চিকিৎসা করে ভালো হওয়া যায় না। এখানে স্বাস্থ্যবিধি মেনে চলাটাই জরুরি। অনেকে সর্বাধুনিক চিকিৎসা নিয়েও করোনায় মারা যাচ্ছে। এটা থেকে রক্ষা পেতে চিকিৎসা নয়, রোগ প্রতিরোধই মূল ব্যবস্থা। মাস্ক পরার সচেতনতা মানুষের মধ্যে বাড়াতে হবে। একই সঙ্গে আমাদের আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। অধ্যাপক শহীদুল্লাহ সিকদার আরও বলেন, সরকার চাইলে এ মাস্ক একেবারেই সহজলভ্যে বিতরণ করতে পারে। কাপড়ের দু-তিন লেয়ারের মাস্ক পরা জরুরি। এ মাস্ক ধুয়ে পরা যায়। সরকার এ ক্ষেত্রে ভর্তুকিও দিতে পারে। কেউ চাইলে সার্জিক্যাল মাস্কও ব্যবহার করতে পারে। মোট কথা, সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া