জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বশেষ ওয়ানডে হয়েছিল ২০১৮ সালের ২৬ অক্টোবর। জিম্বাবুয়েকে বাংলাদেশ হারিয়েছিল ৭ উইকেটে। এরপর প্রায় ২৭ মাস আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি এই ভেন্যুতে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। রাতের কুয়াশা এড়াতে সকাল সাড়ে ১১টায় ম্যাচ শুরু হবে। অবশ্য ঢাকার ম্যাচ দুটিও একই সময় হয়েছিল। প্রথম দুই ম্যাচ জিতে তামিম ইকবালের বাংলাদেশ ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে। সে হিসাবে আজকের ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। কিন্তু ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের কথা মাথায় রাখলে ম্যাচটির গুরুত্ব অপরিসীম। আইসিসি সুপার লিগের এই ম্যাচটি জিতলে ১০ পয়েন্ট পাবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৬ ও ৭ উইকেটে জিতে ইতিমধ্যেই ২০ পয়েন্ট পেয়েছে টাইগাররা। চট্টগ্রাম তামিম ইকবালের জন্মস্থান। এই মাঠে বহু ম্যাচ খেলেছেন টাইগার অধিনায়ক। বহু ম্যাচ জেতানো ইনিংস রয়েছে তার। কিন্তু আজকের ম্যাচটি তার ক্যারিয়ারের বিশেষ মুহূর্ত। অধিনায়ক তামিম এই প্রথম চট্টগ্রামে খেলছেন। তাই চাইছেন জয় তুলে নিতে, ‘আমরা সিরিজ জিতেছি। তারপরও এই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছি। জিতলে ১০ পয়েন্ট পাব। প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলেনি। তাই বলে তাদের হালকা মেজাজে নেওয়া যাবে না।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মাঠে একটি সুখস্মৃতি রয়েছে টাইগারদের। ২০১১ সালের বিশ্বকাপে ক্যারিবীয়দের বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। প্রায় সাত মাস পর চট্টগ্রামে প্রতিশোধ নিয়েছিল টাইগাররা। সাকিবের ঘূর্ণিতে ২ ওভারে ৬১ রানে অলআউট করেছিল ওয়েস্ট ইন্ডিজকে। সুখকর সেই ম্যাচের স্মৃতি নিয়েই আজকের ম্যাচে খেলতে নামছে তামিম বাহিনী। তবে ইদানীংকালে ক্যারিবীয়দের বিপক্ষে পারফরম্যান্স টাইগারদের ফেবারিট করেছে আজ।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ