জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বশেষ ওয়ানডে হয়েছিল ২০১৮ সালের ২৬ অক্টোবর। জিম্বাবুয়েকে বাংলাদেশ হারিয়েছিল ৭ উইকেটে। এরপর প্রায় ২৭ মাস আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি এই ভেন্যুতে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। রাতের কুয়াশা এড়াতে সকাল সাড়ে ১১টায় ম্যাচ শুরু হবে। অবশ্য ঢাকার ম্যাচ দুটিও একই সময় হয়েছিল। প্রথম দুই ম্যাচ জিতে তামিম ইকবালের বাংলাদেশ ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে। সে হিসাবে আজকের ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। কিন্তু ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের কথা মাথায় রাখলে ম্যাচটির গুরুত্ব অপরিসীম। আইসিসি সুপার লিগের এই ম্যাচটি জিতলে ১০ পয়েন্ট পাবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৬ ও ৭ উইকেটে জিতে ইতিমধ্যেই ২০ পয়েন্ট পেয়েছে টাইগাররা। চট্টগ্রাম তামিম ইকবালের জন্মস্থান। এই মাঠে বহু ম্যাচ খেলেছেন টাইগার অধিনায়ক। বহু ম্যাচ জেতানো ইনিংস রয়েছে তার। কিন্তু আজকের ম্যাচটি তার ক্যারিয়ারের বিশেষ মুহূর্ত। অধিনায়ক তামিম এই প্রথম চট্টগ্রামে খেলছেন। তাই চাইছেন জয় তুলে নিতে, ‘আমরা সিরিজ জিতেছি। তারপরও এই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছি। জিতলে ১০ পয়েন্ট পাব। প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলেনি। তাই বলে তাদের হালকা মেজাজে নেওয়া যাবে না।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মাঠে একটি সুখস্মৃতি রয়েছে টাইগারদের। ২০১১ সালের বিশ্বকাপে ক্যারিবীয়দের বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। প্রায় সাত মাস পর চট্টগ্রামে প্রতিশোধ নিয়েছিল টাইগাররা। সাকিবের ঘূর্ণিতে ২ ওভারে ৬১ রানে অলআউট করেছিল ওয়েস্ট ইন্ডিজকে। সুখকর সেই ম্যাচের স্মৃতি নিয়েই আজকের ম্যাচে খেলতে নামছে তামিম বাহিনী। তবে ইদানীংকালে ক্যারিবীয়দের বিপক্ষে পারফরম্যান্স টাইগারদের ফেবারিট করেছে আজ।
শিরোনাম
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশ
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
হোয়াইটওয়াশে চোখ বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর