জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বশেষ ওয়ানডে হয়েছিল ২০১৮ সালের ২৬ অক্টোবর। জিম্বাবুয়েকে বাংলাদেশ হারিয়েছিল ৭ উইকেটে। এরপর প্রায় ২৭ মাস আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি এই ভেন্যুতে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। রাতের কুয়াশা এড়াতে সকাল সাড়ে ১১টায় ম্যাচ শুরু হবে। অবশ্য ঢাকার ম্যাচ দুটিও একই সময় হয়েছিল। প্রথম দুই ম্যাচ জিতে তামিম ইকবালের বাংলাদেশ ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে। সে হিসাবে আজকের ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। কিন্তু ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের কথা মাথায় রাখলে ম্যাচটির গুরুত্ব অপরিসীম। আইসিসি সুপার লিগের এই ম্যাচটি জিতলে ১০ পয়েন্ট পাবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৬ ও ৭ উইকেটে জিতে ইতিমধ্যেই ২০ পয়েন্ট পেয়েছে টাইগাররা। চট্টগ্রাম তামিম ইকবালের জন্মস্থান। এই মাঠে বহু ম্যাচ খেলেছেন টাইগার অধিনায়ক। বহু ম্যাচ জেতানো ইনিংস রয়েছে তার। কিন্তু আজকের ম্যাচটি তার ক্যারিয়ারের বিশেষ মুহূর্ত। অধিনায়ক তামিম এই প্রথম চট্টগ্রামে খেলছেন। তাই চাইছেন জয় তুলে নিতে, ‘আমরা সিরিজ জিতেছি। তারপরও এই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছি। জিতলে ১০ পয়েন্ট পাব। প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলেনি। তাই বলে তাদের হালকা মেজাজে নেওয়া যাবে না।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মাঠে একটি সুখস্মৃতি রয়েছে টাইগারদের। ২০১১ সালের বিশ্বকাপে ক্যারিবীয়দের বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। প্রায় সাত মাস পর চট্টগ্রামে প্রতিশোধ নিয়েছিল টাইগাররা। সাকিবের ঘূর্ণিতে ২ ওভারে ৬১ রানে অলআউট করেছিল ওয়েস্ট ইন্ডিজকে। সুখকর সেই ম্যাচের স্মৃতি নিয়েই আজকের ম্যাচে খেলতে নামছে তামিম বাহিনী। তবে ইদানীংকালে ক্যারিবীয়দের বিপক্ষে পারফরম্যান্স টাইগারদের ফেবারিট করেছে আজ।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
হোয়াইটওয়াশে চোখ বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর