জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বশেষ ওয়ানডে হয়েছিল ২০১৮ সালের ২৬ অক্টোবর। জিম্বাবুয়েকে বাংলাদেশ হারিয়েছিল ৭ উইকেটে। এরপর প্রায় ২৭ মাস আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি এই ভেন্যুতে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। রাতের কুয়াশা এড়াতে সকাল সাড়ে ১১টায় ম্যাচ শুরু হবে। অবশ্য ঢাকার ম্যাচ দুটিও একই সময় হয়েছিল। প্রথম দুই ম্যাচ জিতে তামিম ইকবালের বাংলাদেশ ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে। সে হিসাবে আজকের ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। কিন্তু ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের কথা মাথায় রাখলে ম্যাচটির গুরুত্ব অপরিসীম। আইসিসি সুপার লিগের এই ম্যাচটি জিতলে ১০ পয়েন্ট পাবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৬ ও ৭ উইকেটে জিতে ইতিমধ্যেই ২০ পয়েন্ট পেয়েছে টাইগাররা। চট্টগ্রাম তামিম ইকবালের জন্মস্থান। এই মাঠে বহু ম্যাচ খেলেছেন টাইগার অধিনায়ক। বহু ম্যাচ জেতানো ইনিংস রয়েছে তার। কিন্তু আজকের ম্যাচটি তার ক্যারিয়ারের বিশেষ মুহূর্ত। অধিনায়ক তামিম এই প্রথম চট্টগ্রামে খেলছেন। তাই চাইছেন জয় তুলে নিতে, ‘আমরা সিরিজ জিতেছি। তারপরও এই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছি। জিতলে ১০ পয়েন্ট পাব। প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলেনি। তাই বলে তাদের হালকা মেজাজে নেওয়া যাবে না।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মাঠে একটি সুখস্মৃতি রয়েছে টাইগারদের। ২০১১ সালের বিশ্বকাপে ক্যারিবীয়দের বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। প্রায় সাত মাস পর চট্টগ্রামে প্রতিশোধ নিয়েছিল টাইগাররা। সাকিবের ঘূর্ণিতে ২ ওভারে ৬১ রানে অলআউট করেছিল ওয়েস্ট ইন্ডিজকে। সুখকর সেই ম্যাচের স্মৃতি নিয়েই আজকের ম্যাচে খেলতে নামছে তামিম বাহিনী। তবে ইদানীংকালে ক্যারিবীয়দের বিপক্ষে পারফরম্যান্স টাইগারদের ফেবারিট করেছে আজ।
শিরোনাম
- স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- বিপিএল থেকে নাম প্রত্যাহার তামিমের
- মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার
- ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
- নারায়ণগঞ্জ শহরে জামায়াতের অবস্থান কর্মসূচি
- সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১৫
- ট্রাইব্যুনালে ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া চলছে
- রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
- হাসিনার মামলার রায় দিতে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে
- মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
- মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন
- লুটের টাকায় ককটেল কিনে আওয়ামী লীগের নাশকতা : রিজভী
- শাকসুর প্রার্থী হতে লাগবে ডোপ টেস্ট
- এজলাসে পৌঁছেছেন প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী
- পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: পরিবেশ উপদেষ্টা
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি আজ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ