শনিবার, ২৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

হাসিনা-মোদি বৈঠকে আসবে ভবিষ্যৎ রূপরেখা

হবে সমঝোতা স্মারক, প্রকল্প উদ্বোধন

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে আজ। সফরের দ্বিতীয় দিন আজ সকালে সাতক্ষীরা, গোপালগঞ্জ ঘুরে      নরেন্দ্র মোদি ঢাকা ফিরলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হবে হাসিনা-মোদি বৈঠক। এ বৈঠকেই বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে তার রূপরেখা নির্ধারিত হবে। পরে দুই দেশের মধ্যে স্বাক্ষর হবে সমঝোতা স্মারক। উদ্বোধন করা হবে যৌথ প্রকল্প। আজ সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন নরেন্দ্র মোদি।

সফরসূচি অনুসারে, আজ বিকাল ৪টায় নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে স্বাগত জানাবেন। প্রথমেই দুই নেতা নিজেদের মধ্যে আধা ঘণ্টা একান্তে আলোচনা করবেন। পরে সাড়ে ৪টায় দুই হবে দ্বিপক্ষীয় বৈঠক। এক ঘণ্টার বেশি সময় ধরে চলবে এই বৈঠক। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী একসঙ্গে ভার্চুয়ালি প্রকল্পগুলো উদ্বোধন করবেন। তাঁদের উপস্থিতিতেই দুই দেশের মধ্যে কমপক্ষে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। এর মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা, ট্রেড, সমুদ্রে মৎস্য আহরণ, সংস্কৃতি খাতে সহযোগিতা, ১৯৭১ সালের চেতনা সংরক্ষণ, স্বাস্থ্য, রেলওয়ে, শিক্ষা, সীমান্তে উন্নয়ন ও বিদ্যুৎ খাত বিষয়ে সহযোগিতা। এর বাইরে ঢাকা ও নিউ জলপাইগুড়ির মধ্যে যাত্রীবাহী ট্রেন সার্ভিস উদ্বোধন করা হবে এই সফরে। উদ্বোধন হবে বাংলাদেশ-ভারত স্বাধীনতা সড়ক। মুক্তিযুদ্ধে যেসব ভারতীয় সৈন্য আত্মাহুতি দিয়েছেন তাদের স্মরণে আশুগঞ্জে একটি সমাধিসৌধ উদ্বোধন করা হবে। এ ছাড়াও কুষ্টিয়ার শিলাইদহে কুটিবাড়িতে ভারতের অর্থায়নে যে সংস্কার কাজ হয়েছে তারও উদ্বোধন করা হবে। বাংলাদেশের কাছে ভারতের ১০৯টি অ্যাম্বুলেন্স হস্তান্তর হবে। এ ছাড়া দুটি সীমান্ত হাট এবং স্মারক ডাকটিকিটের মোড়ক উন্মোচন হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর