মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বাল্যবিয়ে বন্ধে প্রণোদনার চিন্তা

নিজস্ব প্রতিবেদক

বাল্যবিয়ে বন্ধে প্রণোদনার চিন্তা

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি বলেছেন, বাল্যবিয়ে যারা দিচ্ছে না, যেসব পরিবারে ১৫-১৮ বছর বয়সী কিশোর-তরুণী আছে, এমন হতদরিদ্র পরিবারকে প্রণোদনা দেওয়ার কথা ভাবা হচ্ছে। বাল্যবিয়ে বন্ধে পুরস্কার ও তিরস্কারের ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরও বলেন, বিদেশ থেকে এসে দেখে দেখে সুন্দরী কিশোরীদের যারা বিয়ে করছেন তাদের নিয়ে এখন রিপোর্ট হওয়া দরকার। আমরা কেন বাল্যবিয়ে নিয়ন্ত্রণ করতে পারছি না, এটা আলোচনায় আনা উচিত। ইতিমধ্যে কন্যা শিশুদের মধ্যে জাগরণ শুরু হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ‘কিশোরী-কিশোরদের আত্ম-উন্নয়নে ইতিবাচক পরিবেশের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন মেহের আফরোজ চুমকি এমপি। ইউনিলিভার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং চিলড্রেন অ্যাফেয়ার্স জার্নালিস্টস নেটওয়ার্ক যৌথভাবে এ গোলটেবিল সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সিএজেএন সভাপতি মাহফুজা জেসমিন। বক্তব্য দেন যুগান্তর সম্পাদক সাইফুল আলম, মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক রামচন্দ্র দাস, প্ল্যান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ওরলা মার্ফি, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জাভেদ আখতার।

সর্বশেষ খবর