সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

শেখ রাসেলের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

শেখ রাসেলের জন্মদিন আজ

শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন।

শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তাঁর জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘শেখ রাসেল দিবস-২০২১’। এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী এ বছর থেকে শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনগুলোও নানা কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে : বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, শেখ রাসেল ক্রীড়া চক্রের উদ্যোগে ‘শহীদ শেখ রাসেল শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা’, শিক্ষা বৃত্তি প্রদান, ই-পোস্টার প্রকাশ ইত্যাদি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। 

বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, দেশের শিশু-কিশোর, তরুণ প্রজন্মের কাছে শেখ রাসেল এক ভালোবাসার নাম। রাসেল আজ দেশের আনাচে-কানাচে এক মানবিক সত্তা হিসেবে সবার মাঝে বেঁচে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে বলেন, রাসেল যদি বেঁচে থাকত, তাহলে হয়তো একজন মহানুভব, দূরদর্শী ও আদর্শ নেতা আজ আমরা পেতাম, যাঁকে নিয়ে দেশ ও জাতি গর্ব করতে পারত। 

১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাঁকেও হত্যা করেছে। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাঁকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয় তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে ভালোবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকারবঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছে। মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর-তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ। বঙ্গবন্ধু ও তাঁর শিশুপুত্র শেখ রাসেলের দন্ডপ্রাপ্ত খুনিরা এখনো পৃথিবীর বিভিন্ন দেশে পলাতক আছে। সেই দন্ডপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা আজ সময়ের দাবি।

আওয়ামী লীগের কর্মসূচি : শহীদ শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে আওয়ামী লীগ আজ সকাল ৮টায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শহীদ শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এ ছাড়াও আওয়ামী লীগের সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো পৃথক পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। আগামীকাল বিকালে আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসূচিগুলো সফল করতে দলীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্‌বান জানিয়েছেন।

শহীদ শেখ রাসেল শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা : শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে ‘শহীদ শেখ রাসেল শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। রাজধানীর বসুন্ধরার জি বøকের ৩ নম্বর রোডের ৭১৪/বি, প্লটে শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাব-কমপ্লেক্সে সকাল ৯টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্মকর্তারা সকালে বনানীতে শহীদ শেখ রাসেলের কবর জিয়ারত করবেন। ক্লাব ভবনে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে।

-পোস্টার প্রকাশ : শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে দুটি ই-পোস্টার প্রকাশ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর