সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
আদালতের রায়

যুক্তরাজ্যে নিষিদ্ধ মিজানুর রহমান আজহারী

যুক্তরাজ্য প্রতিনিধি

বাংলাদেশের ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী যুক্তরাজ্যের আদালতে হেরে গেছেন। আদালত তাকে দেশটিতে নিষিদ্ধ বলে রায় দিয়েছে।

১৮ অক্টোবর লন্ডনের হাই কোর্টের কুইন বেঞ্চ ডিভিশনে মিজানুর রহমান আজহারীর ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা মামলার জুডিশিয়াল রিভিউর শুনানি গতকাল অনুষ্ঠিত হয়। বিচারক জাস্টিন থ্রোনটন শুনানি শেষে আজহারীর ভিসা বাতিলের পক্ষে রায় দিয়েছেন। উল্লেখ্য, আজহারীর যুক্তরাজ্যে প্রবেশের  ভিসা বাতিল নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে অক্টোবর থেকেই ব্যাপক বিতর্ক শুরু হয়। সর্বশেষ ব্রিটিশ পার্লামেন্টে এমপি বব ব্ল্যাকম্যান আজহারির যুক্তরাজ্য সফরের নিষেধাজ্ঞা চেয়ে বক্তব্য রাখায় ব্যাপারটি আরও বেশি গুরুত্ব পায়। সংসদে দেওয়া তার বক্তব্যে বব বলেন, ‘আজহারির বক্তব্যে ব্রিটেনের মুসলিম কমিউনিটির বৃহৎ অংশ বিভ্রান্ত হতে পারে, সমাজে ঘৃণা ছড়াতে পারে, তাই তাকে ব্রিটেনে প্রবেশ করতে দেওয়া উচিত নয়।’ পার্লামেন্টে নির্ধারিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ঘৃণা ছড়ানো ইসলামিক বক্তা মাওলানা আজহারিকে লন্ডনে রয়েল রিজেন্সি হলে ইসলামী কনফারেন্সে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি যুক্তরাজ্যে আসার জন্য কাতারে এসে আটকে আছেন। এ রকম ঘৃণা ছড়ানো ব্যক্তি- যে হিন্দু ও ইহুদি ধর্মের প্রতি ঘৃণা ছড়ায় তাকে ব্রিটেনে ঢুকতে দেওয়া ঠিক হবে না। মিজানুর রহমান আজহারি ব্রিটেনে ঢুকলে তার বক্তব্যের মাধ্যমে এখানকার শান্তিপ্রিয় বৃহৎ মুসলিম জনগোষ্ঠী ভুল তথ্য পেয়ে বিভ্রান্ত হতে পারেন। এমনকি তিনি অনলাইনেও এই ধরনের ঘৃণা ছড়াতে পারেন।’ ব্ল্যাকম্যান এমপি সংসদে মিজানুর রহমানের ভিসা বাতিল বহালের আলোচনার জন্য হোম সেক্রেটারি প্রীতি প্যাটেলের প্রতি আহ্বান জানিয়েছিলেন। অন্যদিকে আজহারিকে ব্রিটেনে নিয়ে আসতে আয়োজক আতাউল্লাহ ফারুক একটি পিটিশন ক্যাম্পেইন শুরু করেছিলেন। মিজানুর রহমান আজহারি নিজে ও তার ফেসবুকে এ-সংক্রান্ত একটি বক্তব্য প্রচার করে পিটিশনে তার পক্ষে স্বাক্ষর দেওয়ার অনুরোধ জানান। সর্বশেষ সেখানে প্রায় ৩৯ হাজার মানুষ স্বাক্ষর করেন। তবে এত কিছু করেও শেষ রক্ষা হলো না আজহারির। উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে যুক্তরাজ্যে তৎকালীন চারদলীয় জোট সরকারের সংসদ সদস্য থাকা অবস্থায় দেলাওয়ার হোসাইন সাঈদীকেও যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির প্রশাসন।

সর্বশেষ খবর