দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ভবিষ্যৎ কৌশলবিষয়ক বিশেষ দূত জ্যাং সুং মিন বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় দক্ষিণ কোরিয়া। এজন্য দুই দেশের সম্পর্ক দৃঢ় করার জন্য রাজনৈতিক পর্যায়ে আরও যোগাযোগ বাড়াতে হবে। আমাদের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। আমরা কী চিন্তা করছি তা একে অন্যকে জানাতে হবে। এটি আমার প্রেসিডেন্টের দর্শন। এজন্যই তিনি আমাকে বাংলাদেশ পাঠিয়েছেন। গতকাল ঢাকা সফরের দ্বিতীয় দিনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে ঢাকায় আসা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত সংবাদ সম্মেলনে আরও বলেন, আমার এ সফর সম্পর্কের নতুন সূচনা হিসেবে দেখা যায়। আমরা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষিণ কোরিয়ায় দ্বিপক্ষীয় সফরের বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করব। তবে আমাদের বিবেচনা, আগামী বছর বাংলাদেশের নির্বাচনের পর তিনি এলে (দক্ষিণ সফরে গেলে) বিষয়টি আরও ভালো হবে। প্রযুক্তিসহ বিভিন্ন খাতে দক্ষিণ কোরিয়ার অগ্রগতি অনেক বেশি জানিয়ে তিনি বলেন, এসব ক্ষেত্রে আমরা দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে পারি।এর আগে গতকাল সকালে কোরিয়ার এই বিশেষ দূত গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিপুল সম্ভাবনা রয়েছে। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের আরও জানান, কোরিয়াকে বাংলাদেশের অন্যতম শীর্ষ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর থেকেই কোরিয়া বিশেষ করে টেক্সটাইল ও অবকাঠামো খাতে সহযোগিতা করে আসছে। তিনি বাংলাদেশে আরও বিনিয়োগ করতে কোরিয়ার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার দূত বলেন, তাঁর দেশ আগামী ৫০ বছরে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী। তিনি বলেন, আগামী দিনে এ সম্পর্ক ধীরে ধীরে আরও শক্তিশালী হবে। সাক্ষাতে কোরিয়ার প্রেসিডেন্টের দূত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও প্রধানমন্ত্রীকে জানান। জ্যাং সুং মিন বলেন, পরিদর্শনের পর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও আত্মত্যাগের কথা জানতে পেরে ‘মুগ্ধ ও আপ্লুত’ হয়েছেন। সাক্ষাতে প্রেসিডেন্টের দূত প্রধানমন্ত্রীকে দক্ষিণ কোরিয়া সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীও কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কিউন উপস্থিত ছিলেন। তিন দিনের সফর শেষে আজ ঢাকা ত্যাগ করবেন দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত।
শিরোনাম
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
সফরে প্রেসিডেন্টের দূত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় দক্ষিণ কোরিয়া
কূটনৈতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সত্যিই কি পরমাণু যুদ্ধে জড়াবে ভারত-পাকিস্তান? যা ছিল পুরনো মার্কিন গবেষণায়!
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম