শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আইনমন্ত্রীর সঙ্গে আট রাষ্ট্রদূতের বৈঠক

আলোচনায় সংসদ নির্বাচন ডিজিটাল নিরাপত্তা আইন

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বহাল থাকবে। তবে প্রয়োজন হলে এর সংশোধন বা পরিবর্তন করতে রাজি আছে সরকার। গতকাল ইউরোপীয় ইউনিয়নভুক্ত আট রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ একথা জানান। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফ্রান্স, ইতালি,  স্পেন, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং জার্মানির রাষ্ট্রদূত আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। মন্ত্রী বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি আইন বিষয়ে আমি পরিষ্কারভাবে বলতে চাই, এটি সাইবার অপরাধ বন্ধ করার জন্য করা হয়েছে এবং সাইবার অপরাধ বন্ধ করার জন্য এটি থাকবে। আমরা টেকনিক্যাল নোট পেয়েছি এবং সবদিক পর্যালোচনা করে যদি দেখা যায় কিছু জায়গায় স্পষ্টতার জন্য কিছু করার দরকার হয়, তাহলে সংশোধন বা পরিবর্তন করতে আমরা রাজি আছি।’ তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার এবং আমি বলেছি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কাছ থেকে এ বিষয়ে একটি  টেকনিক্যাল নোট পেয়েছি। সেটি আমরা পর্যালোচনা করছি এবং পরে আমরা সিদ্ধান্ত নেব। আমি তাদের জানিয়েছি, আগামী ১৪ মার্চ সুশীল সমাজের ১০ জন প্রতিনিধির সঙ্গে এই আইন নিয়ে বৈঠক করব।

আগামী সংসদ নির্বাচনে বিদেশিরা পর্যবেক্ষক পাঠাতে চায়, এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী  শেখ হাসিনার এ বিষয়ে কোনো আপত্তি নেই।  সেটি তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন। এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কতজনকে আনবে এবং কতজনকে আনবে না। আমার মনে হয় এ বিষয়ে নির্বাচন কমিশনও দ্বিমত করবে না।’

 

সর্বশেষ খবর