ভারত মহাসাগরের দুই পাড়ের দুই শহর ডারবান ও কলকাতা। দুটি শহরই ঐতিহাসিক। দুটি শহরের আলাদা পরিচিতি রয়েছে ক্রিকেটের জন্য। দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে ভারতের কলকাতার দূরত্ব প্রায় সাড়ে ৮ হাজার কিলোমিটার (৮৪৫১)। দুটি শহরই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে ভীষণ পরিচিত নাম। শহর দুটি এখন বাংলাদেশের ক্রিকেটে সমোচ্চারিত শব্দ এবং দুঃস্বপ্নের নাম। ২০ বছর আগে, ২০০৩ সালে ডারবানের কিংসমিডের দুঃস্বপ্ন গতকাল ফিরেছে কলকাতায়! দুই দশক আগে বিশ্বকাপে কিংসমিডে আইসিসি সহযোগী দেশ কানাডার কাছে ৬০ রানে হেরেছিল বাংলাদেশ। হেরেছিল কেনিয়ার কাছেও। দুই দশক ধরে বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে কানাডার কাছে ওই হারটাই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় অঘটন। গতকাল কানাডার পাশে নাম লিখেছে আইসিসির আরেক সহযোগী দেশ নেদারল্যান্ডস। দুরন্ত ক্রিকেট খেলে ‘নন্দনকানন’ ইডেনে লজ্জায় ফেলেছে সাকিবদের। ৮৭ রানে হারের পর টাইগার অধিনায়ক সাকিব নিঃশঙ্কচিত্তে স্বীকার করেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বাজে বিশ্বকাপ।’ বাংলাদেশ বিশ্বকাপ খেলছে ১৯৯৯ সাল থেকে। সেবার দুটি ম্যাচ জিতেছিল। হারিয়েছিল স্কটল্যান্ড ও পাকিস্তানকে। ২০০৩ সালে দুঃস্বপ্নের বিশ্বকাপে হেরেছিল কানাডা, কেনিয়াসহ গ্রুপের সবগুলো দলের কাছে। শুধু ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। ২০০৭ সালের বিশ্বকাপ ছিল স্বপ্নের। ভারতকে হারিয়ে সুপার এইট খেলে বাংলাদেশ। সুপার এইটে হারিয়েছিল দক্ষিণ
আফ্রিকাকে। ২০১১ সালে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়েছিল। ২০১৫ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলে টাইগাররা। সেবার আফগানিস্তান, ইংল্যান্ড ও স্কটল্যান্ডকে হারিয়েছিলেন সাকিবরা। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে হারায়। এবার আফগানিস্তানকে হারালেও হেরেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের কাছে। এখনো খেলা বাকি তিনটি- ৩১ অক্টোবর পাকিস্তান, ৬ নভেম্বর শ্রীলঙ্কা ও ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। গতকাল নন্দনকাননে নেদারল্যান্ডসকে ২২৯ রানে আটকে রেখেও ১৪২ রানে অলআউট হন সাকিবরা।
শিরোনাম
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
লজ্জার শেষ কোথায়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর