চলমান উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপেও আওয়ামী লীগ নেতাদের জয়ের দাপট বহাল রয়েছে। গতকাল দেশের ৬০ উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনের বেশির ভাগেই চেয়ারম্যান পদে স্থানীয় আওয়ামী লীগের নেতারা জয়ী হয়েছেন। জয়ের তালিকায় আছেন মন্ত্রী-এমপিদের স্বজনরাও। গত রাতেই ৬০ উপজেলার সবকটির নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে দুটি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির বহিষ্কৃত দুই নেতা।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্যানুসারে, বরগুনার আমতলীতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান, তালতলীতে যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু; ফেনীর ছাগলনাইয়ায় জেলা আওয়ামী লীগের সদস্য মো. মিজানুর রহমান মজুমদার; সুনামগঞ্জ সদরে জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছেলে সাদাত মান্নান অভি, মধ্যনগরে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক; চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, কচুয়ায় মাহবুব আলম; সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মতিন চৌধুরী, রায়গঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম হোসেন শুভন সরকার; সিলেটের জকিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দীন চৌধুরী, কানাইঘাটে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ; দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন, নবাবগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের আপন ছোট ভাই তাজওয়ার মোহাম্মদ ফাহিম নাইন্টি; বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, শেরপুরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ জামাল সিরাজী, ধুনটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি; নওগাঁ সদরে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, মান্দায় উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, মহাদেবপুরে যুবলীগ নেতা মাসুদ রানা; টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কে এম গিয়াস উদ্দিন, মির্জাপুরে তাহরীম হোসেন সীমান্ত, সখীপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য মুহম্মদ সাইদ মিয়া, বাসাইলে উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী অলিদ ইসলাম; চট্টগ্রামের লোহাগড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, বাঁশখালীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খোরশেদ আলম; জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম; রংপুরের বদরগঞ্জে ফজলে রাব্বি সুইট, তারাগঞ্জে আনিছুর রহমান লিটন; যশোরের সদরে আওয়ামী লীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু; রাজশাহীর চারঘাটে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান, বাঘায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দীন; নেত্রকোনার কেন্দুয়ায় মো. মোফাজ্জল হোসেন ভূইয়া; হবিগঞ্জের মাধবপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ শাহজাহান, চুনারুঘাটে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান; পটুয়াখালীর কলাপড়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, রাঙ্গাবালীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইয়েদুজ্জামান মামুন; ময়মনসিংহের ভালুকায় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজি রফিকুল ইসলাম রফিক, গফরগাঁওয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন বাদল, নান্দাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান; কুমিল্লার নাঙ্গলকোটে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হাসান ভুঁইয়া বাছির, চৌদ্দগ্রামে আওয়ামী লীগের প্রার্থী রহমত উল্লাহ বাবুল, হোমনায় স্থানীয় সংসদ সদস্য আবদুল মজিদের স্ত্রী রেহেনা বেগম; খুলনার রূপসায় আওয়ামী লীগ নেতা এস এম হাবিবুর রহমান, বটিয়াঘাটায় আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন শিমু, দাকোপে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আবুল হোসেন; ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, আলফাডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী কাজী মনিরুল হক; কিশোরগঞ্জের বাজিতপুরে মো. রেজাউল হক, ভৈরবে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, কুলিয়ারচরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন; ব্রাহ্মণবাড়িয়া সদরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, নবীনগরে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ, বিজয়নগরে স্বতন্ত্র প্রার্থী মো. আর জাবের, ভোলার চরফ্যাশনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন, মনপুরায় মো. জাকির হোসেন; বরিশালের বাবুগঞ্জে জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারজানা বিনতে ওহাব, উজিরপুরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান ইকবাল; বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।