আরও নতুন রাজনৈতিক দল ও জোটের আত্মপ্রকাশ ঘটছে। ইতোমধ্যে ১১টি নতুন দল ও একটি জোট গঠিত হয়েছে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এসব দলের জন্ম হচ্ছে। দলগুলো নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
নবগঠিত দলগুলো হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), সমতা পার্টি, বাংলাদেশ ইনসাফ পার্টি, নিউক্লিয়াস পার্টি, বাংলাদেশ জাগ্রত পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), মুক্তির ডাক ’৭১, বাংলাদেশ নাগরিক জোট (বিএনজে), জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি (বিপিপি), ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি এবং বিপ্লবী গণজোট নামে একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। জাতীয় প্রেস ক্লাব, রাজধানীর বিভিন্ন হোটেল এবং গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে এসব দল আত্মপ্রকাশ করে।
বিশ্লেষকরা বলছেন, বিগত এক-এগারো সরকারের সময় এভাবে নতুন নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছিল। ওই দলগুলো আত্মপ্রকাশ করেছিল তদানীন্তন শাসকদের মদতে। বিগত কয়েকটি সংসদ নির্বাচনের আগেও এ রকম রাজনৈতিক দল গঠনের কারবার দেখা গেছে। তারা জোট করে কিংবা এককভাবে সরকারের সুবিধা নিয়ে ভোট করেছে। ২০২৪ সালে এখন পর্যন্ত যেসব দল নিজেকে জানান দিয়েছে তাদের শীর্ষজনদের মধ্যে অভিনেতা মাসুদ পারভেজ (সোহেল রানা) ছাড়া নাম শুনেই চেনা যায় ধরনের কোনো নেতার দেখা মেলেনি। গত ৩০ নভেম্বর গোপালগঞ্জের চাপাইলের মধুমতী পার্কের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) নামের একটি নতুন রাজনৈতিক দল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের আহ্বায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ, ইনু) গোপালগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে। যে দলই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, কোনো দলই গণতন্ত্রের সঠিক চর্চা করেনি। রাজনীতির নামে পরিবারতন্ত্র কায়েম করেছে। আমাদের উদ্দেশ্য প্রকৃত গণতন্ত্র চর্চার মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা।’ গত ২৮ নভেম্বর আত্মপ্রকাশ করে বাংলাদেশ জাগ্রত পার্টি। সংগঠনে আহ্বায়ক হিসেবে ইঞ্জিনিয়ার ইকরামুল খান (অস্ট্রেলিয়াপ্রবাসী) এবং সদস্যসচিব হিসেবে আবুল কালাম আজাদ (সিঅ্যান্ডএফ ব্যবসায়ী, চট্টগ্রাম) দায়িত্ব পালন করবেন বলে জানা যায়। গত ১৫ নভেম্বর ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করাসহ ২২ দফা প্রস্তাবনা নিয়ে বিপ্লবী গণজোট নামে আত্মপ্রকাশ করেছে ৫টি রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। রাজধানীর শিশু কল্যাণ পরিষদে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ গণজোট আত্মপ্রকাশ করে। জোটে অন্তর্ভুক্ত দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ গ্রীণ পার্টি, বাংলাদেশ গণমুক্তি পার্টি, বিপ্লবী গরীব পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, পীস ফোরাম ও প্রয়াত নেতা স্মৃতি সংসদ। বিপ্লবী গণজোটের পক্ষ থেকে এক লিখিত বক্তব্যে বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক ও জোট সমন্বয়ক আব্দুল মোনেম বলেন, ‘অন্তর্বর্তী সরকার সরাসরি ভোটে নির্বাচিত না হলেও তারা ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনের ম্যান্ডেটের সরকার। এ সরকার ব্যর্থ হলে রাষ্ট্র এবং জনগণকে সীমাহীন সংকটের মুখোমুখি হতে হবে। তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো এই সরকারের হাত দিয়েই হতে হবে।’ ১৬ নভেম্বর ঢাকার উত্তরা এলাকার একটি রেস্তোরাঁয় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তির ডাক ’৭১ নামে নতুন রাজনৈতিক সংগঠনের আবির্ভাব ঘটেছে। সংগঠনের চেয়ারম্যান আল রিয়াদ-আদনান অন্তর, মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে কাজ করবেন হুমায়ুন কবির জয়। বাংলাদেশ সংস্কারবাদী পার্টির (বিআরপি) আত্মপ্রকাশের অনুষ্ঠান হয়ে গেল ১৫ নভেম্বর। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিম উল্লাহ। দলটি ৭১ সদস্যের কমিটি ঘোষণা করেছে। দলটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী মো. সোহেল রানা। অনলাইনে যুক্ত হয়ে সোহেল রানা দলের পক্ষ থেকে ২৭ দফা ঘোষণা করে বলেন, তাঁর দল ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ঋণসহায়তা ও কর্মকালীন সময়ে প্রণোদনা দেবে। গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করে বাংলাদেশ জনপ্রিয় পার্টি (বিপিপি)। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দলটির কমিটি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ৩৬ দফার ভিত্তিতে ৬৪ জেলায় কমিটি নিয়ে দলটি আত্মপ্রকাশ করেছে। এ সময় কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে সিরাজুল ইসলামের নাম ঘোষণা করা হয়। সদস্যসচিব রবিউল আলম। কমিটিতে ২০ সদস্যের কমিটিতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক রয়েছেন।
১৯ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আত্মপ্রকাশ করে ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি। দলের কেন্দ্রীয় আহ্বায়ক হাফেজ মাওলানা মাহমুদ আব্বাস। ৮ সেপ্টেম্বর রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে নিজের অস্তিত্ব ঘোষণা করে নতুন দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির। দলটির চেয়ারম্যান এস এম শাহাদাত ঘোষণা করেন। ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সাইফুল আলমকে মহাসচিব এবং মীর আমির হোসেন আমুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তাঁরা জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) থেকে বের হয়ে এসে নতুন এই রাজনৈতিক দল গঠন করলেন। এস এম শাহাদাত জাগপার সাধারণ সম্পাদক, সাইফুল আলম যুগ্ম সম্পাদক এবং মীর আমু যুব জাগপার সভাপতি ছিলেন। ২০ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে ঘোষণা করে সমতা পার্টির। দলটির আহ্বায়ক হানিফ বাংলাদেশী। ৫১ সদস্য রয়েছেন কমিটিতে। ৫ অক্টোবর নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেন চিত্রনায়ক সোহেল রানা। তাঁর দলের নাম রাখা হয়েছে বাংলাদেশ ইনসাফ পার্টি, যা ইংরেজিতে ‘বাংলাদেশ জাস্টিস পার্টি’। দলটির প্রতীক পায়রা। গত ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলন বৈষম্যমুক্ত ও নিরাপদ বসবাসযোগ্য রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতি নিয়ে নিউক্লিয়াস পার্টি নামে একটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটল। এর নেতৃত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব উন্নয়ন সংসদের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সিদ্দিক হোসাইন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসএমডি জিদান।