ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের মাঝেই হিজবুল মুজাহিদী প্রধান জঙ্গি সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসীর তকমা দেয় যুক্তরাষ্ট্র। আর তারপরেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর এক ভিডিও। যেখানে সৈয়দ সালাউদ্দিন স্বীকার করছে যে ভারতে হামলা চালানোয় তার হাত রয়েছে।
পাকিস্তানের এক টিভি চ্যানেলে এই স্বীকারোক্তি করেছে সালাউদ্দিন। এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, হিজবুল মুজাহিদীন চিফ সৈয়দ সালাউদ্দিন জানিয়েছে, যে তার সংগঠন ভারতে জঙ্গি হামলা চালিয়েছে। আর ট্রাম্প প্রশাসন তাকে ‘গ্লোবাল টেররিস্ট’ তকমা দেওয়াকে মূর্খের মত কাজ বলেও উল্লেখ করেছে হিজবুল নেতা।
পাকিস্তানের মুজফফরাবাদে এক সাংবাদিক সম্মেলনে সালাউদ্দিন মন্তব্য করেছে যে, কাশ্মীরকে ভারতের দখল থেকে মুক্ত না করে তারা এই লড়াই থামাবে না। গত বছর কাশ্মীরকে নরকে পরিণত করার পিছনে হাত ছিল এই পাকিস্তানি হিজবুল জঙ্গি প্রধানের।
সম্প্রতি, হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনকে কুখ্যাত আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিয়েছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট৷ নাশকতা মূলক কাজ ও সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে৷ হিজবুল এই শীর্ষ নেতার বিরুদ্ধে বরাবর ভারতের অভিযোগ ছিল কাশ্মীরে শান্তি বিঘ্নিত করার৷ এমনকি বহু কাশ্মীরি যুবককে ব্রেন ওয়াশ করে আত্মঘাতী জঙ্গিও বানিয়েছেন তিনি৷
বিডি-প্রতিদিন/ ৩ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০