পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম আজ বুধবার যৌথ তদন্ত দলের (জেআইটি) মুখোমুখি হচ্ছেন।
গত মাসের মাঝামাঝি সময়ে পানামা পেপার্স কেলেঙ্কারির বিষয়ে জেআইটির কর্মকর্তারা নওয়াজ শরিফকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।
পানামা পেপারস কেলেঙ্কারির ফাঁস হওয়া নথিপত্রে অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে নওয়াজ শরিফের পরিবারের একাধিক সদস্যের নাম রয়েছে।
নওয়াজ শরিফ ছাড়াও অর্থ কেলেঙ্কারির ঘটনায় জেআইটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে তার দুই ছেলে হোসাইন ও হাসান, ভাই পাঞ্জাবের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ, মেয়ে জামাই অব. ক্যাপ্টেন মোহাম্মদ সফদার, চাচাতো ভাই তারিক শাফি, ছোট মেয়ের শ্বশুর অর্থমন্ত্রী ইশক ধর। সূত্র : ডন
বিডি প্রতিদিন/৫ জুলাই, ২০১৭/ফারজানা