আটলান্টিক মহাসাগরের ফ্রান্স উপকূলে একটি পরমাণু সাবমেরিনের ছাদের ওপর ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে দেখা গেছে।
প্রকৃত ঘটনা হচ্ছে বুধবার ‘লা টেরিবল’ নামের ওই সাবমেরিন পরিদর্শনে যান ম্যাক্রন। আর হেলিকপ্টার থেকে সাবমেরিনে ঝুলন্ত অবস্থায় নামানো হচ্ছিল তাকে। সে দৃশ্যটাই ক্যামেরাবন্দি হয়েছে।
বিবিসির প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যায় সাবমেরিনের উপরিভাগে ঝুলছেন ম্যাক্রন। তবে ওই দিন ফরাসি প্রেসিডেন্টের উপস্থিতিতে ‘লা টেরিবল’ থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়েছে।
বিবিসি আরও জানায় আগামী ২০১৯ সালের মধ্যে ফ্রান্সই ইউরোপীয় ইউনিয়নের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে যাচ্ছে হবে। কারণ সেসময় ব্রেক্সিট প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাবে যুক্তরাজ্য।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ০৫ জুলাই, ২০১৭/ই জাহান