নিরাপত্তার আশঙ্কায় যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে হামলার 'মাস্টারমাইন্ড' খুররাম বাটের বোন হালিমা বাটকে বরখাস্ত করেছে হিথ্রো বিমানবন্দর।
ডেইলি মেইলের খবর, লন্ডন ব্রিজে হামলার ২ মাস আগে হিথ্রো বিমানবন্দরে যুক্ত হন হালিমা। ওই হামলায় ৮ জন নিহত এবং আরও অনেকে আহত হন।
ভাই জঙ্গি হওয়ায় বোনও হতে পারেন এমন আশঙ্কায় মূলত তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ জুলাই, ২০১৭/মাহবুব