মধ্য অাফ্রিকা প্রজাতন্ত্রে পণ্য ও যাত্রীবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৮০ তে দাঁড়িয়েছে। মঙ্গলবারের এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭২ জন।
দেশটির রাজধানী বাঙ্গুই থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে বাম্বারি শহর থেকে ১০ কিলোমিটার দূরে গত মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পণ্য ও যাত্রী নিয়ে ট্রাকটি মালুম গ্রামের হাটে যাচ্ছিল।
বাম্বারি বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রধান চিকিৎসক চাম্বারলাইন জানান, এই মুহূর্তে আমরা ৮০ জন মৃত ও ৭২ জন আহত নিশ্চিত হয়েছি। দুর্ঘটনাস্থল থেকে আহত কয়েকজনকে সরাসরি তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই কয়েকজন মারা গেছেন। তবে অধিকাংশই দুর্ঘটনাস্থলে মারা গেছেন।
বাম্বারির মেয়র আবেল মাটচিপাতা জানিয়েছেন, এটি ছিল ১০ চাকার ট্রাক এবং যেটি কয়েকটন পণ্য পরিবহন করছিল।
স্থানীয় একজন আইনপ্রণেতা জানিয়েছেন, ট্রাকটি আতিরিক্ত যাত্রী ও পণ্য বোঝাই ছিল এবং দ্রুত গতিতে চালানো হচ্ছিল। বাজারে দ্রুত পৌঁছানোর জন্যই দ্রুত গতিতে চালানো হচ্ছিল বলে জানান তিনি।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/ ০৬ জুলাই, ২০১৭/ ই জাহান