জঙ্গিদের জ্যান্ত চিবিয়ে খাওয়ার শপথ নিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ভিয়েতনামের দুই নাবিককে শিরশ্ছেদের প্রতিক্রিয়ায় জঙ্গিদের ওপর ক্ষিপ্ত হয়ে তিনি একথা বলেন।
বুধবার ফিলিপাইনের সৈন্যরা দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ের অদূরে ওই দুই নাবিকের লাশ উদ্ধার করে।
গত বছরের নভেম্বরে ভিয়েতনামের একটি মালবাহী জাহাজের অপর চার ক্রুর সঙ্গে এই দুই নাবিককেও অপহরণ করা হয়। খবর এএফপি’র।
মুক্তিপণের জন্য অপহরণের কারণে কুখ্যাত আবু সায়েফ গ্রুপের ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাটিতে এই হত্যাকাণ্ডের জন্য সৈন্যরা জঙ্গি গোষ্ঠীটিকেই দায়ী করেছে। তাছাড়া মুক্তিপণ না দেয়ায় জিম্মিদের হত্যার জন্যও আবু সায়েফ পরিচিত। আগেও তারা এমন কাজ করেছে।
বুধবার রাতে স্থানীয় কর্মকর্তাদের সামনে দেয়া এক বক্তৃতায় দুতার্তে জঙ্গিদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা চাইলে আমি তোমাদের কলিজা চিবিয়ে খাব। আমাকে লবন ও ভিনেগার দিলে তোমাদের সামনে তা খেয়ে দেখাব।’
মোবাইল ফোনে ভিয়েতনামের নাবিকদের লাশের ছবি দেখিয়ে দুতার্তে জঙ্গিদের অভিশাপ দেন।
গত বছর ৭২ বছর বয়সী দুতার্তে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আবু সায়েফ ও অন্যান্য জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য সৈন্যদের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/৬ জুলাই ২০১৭/এনায়েত করিম