শিরোনাম
শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মার্কিন সেনাদের যুদ্ধাপরাধ তদন্তে পিছটান আইসিসির

আফগান বর্তমান প্রেক্ষাপটে অভিযোগের তদন্ত ও বিচারের সুযোগ খুবই সীমিত

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপসহ অন্যান্য হুমকির পটভূমিতে অবশেষে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত থেকে পিছু হটল আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)। তদন্ত শুরুর জন্য আইসিসি কৌঁসুলির আবেদন গতকাল খারিজ করে দেওয়ার কারণ হিসেবে আইসিসি বলেছে, এত বছর পর জোরালো প্রমাণ ও সংশ্লিষ্ট রাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা খুব কম। আইসিসির সংশ্লিষ্ট কৌঁসুলি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রসহ অন্য পক্ষগুলোর যুদ্ধাপরাধের অভিযোগের প্রাক-অনুসন্ধানে প্রায় এক দশক সময় নিয়েছিলেন। এরপর ২০১৭ সালের নভেম্বর মাসে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে তিনি আইসিসির অনুমতি চান। আইসিসির প্রাক-বিচারিক চেম্বার-২ গতকাল সর্বসম্মতিক্রমে এক রায়ে বলেছে, চেম্বার এই মর্মে সিদ্ধান্ত নিচ্ছে যে, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে এ পর্যায়ে কোনো তদন্ত ন্যায়বিচার নিশ্চিত করবে না এবং এ কারণে আবেদন (তদন্ত শুরুর আবেদন) প্রত্যাখ্যান করা হলো। আন্তর্জাতিক ফৌজদারি আদালত আরও বলেছে, বিচারিক এখতিয়ার ও গ্রহণযোগ্যতার শর্ত পূরণ হওয়া সত্ত্বেও আফগানিস্তানে বর্তমান প্রেক্ষাপটে অভিযোগের সফল তদন্ত ও বিচারের সুযোগ খুবই সীমিত। উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র আইসিসির কৌঁসুলি ফেতু বেনসুদার ভিসা বাতিল করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইসিসির তদন্তের সঙ্গে সম্পৃক্ত কাউকে ট্রাম্প প্রশাসন তাদের দেশে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে।
এমন পটভূমিতে আইসিসির গতকালের সিদ্ধান্তের বেশ সুদূরপ্রসারী প্রভাব আছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আমস্টারডাম ইউনিভার্সিটির আন্তর্জাতিক  ফৌজদারি আইনের সহযোগী অধ্যাপক কেভিন জন হেলার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আইসিসির এ সিদ্ধান্ত আগামী দিনগুলোতে যে কোনো মামলার সফল নিষ্পত্তির ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করবে।

 

সর্বশেষ খবর