বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ব্রেক্সিটের ভবিষ্যৎ নির্ধারণে বিশেষ অধিবেশনে বসবে ব্রিটিশ পার্লামেন্ট

১৯ অক্টোবর স্যাটার ডে সিটিং

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার ( ব্রেক্সিট) ভবিষ্যৎ নির্ধারণে পার্লামেন্টের বিশেষ জরুরি বৈঠক ডাকা হচ্ছে। স্যাটার ডে সিটিং নামে পরিচিত বিশেষ এই অধিবেশনে আগামী ১৯ অক্টোবর  ব্রেক্সিটের ভাগ্য নির্ধারণ করবেন দেশটির আইনপ্রণেতারা। ১৯৩৯ সালের পর থেকে এনিয়ে পঞ্চমবারের মতো আহ্বান করা হচ্ছে বিশেষ এই অধিবেশন। গত ৮০ বছরে মাত্র চারবার স্যাটার ডে সিটিং-এ বসেছে ব্রিটিশ পার্লামেন্ট। যুক্তরাজ্যের পার্লামেন্টের অধিবেশন সাধারণত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলে। কখনো কখনো শুক্রবারেও অধিবেশন চলে। তবে এই দিনটি সাধারণত আইনপ্রণেতারা নিজেদের সংসদীয় এলাকায় নানা অনুষ্ঠানে যোগ দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রেক্ষিতে প্রথমবারের মতো ১৯৩৯ সালের ২ সেপ্টেম্বর স্যাটার ডে সিটিং-এ বসে যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউস অব কমন্স। ১৯৪৯ সালের ৩০ জুলাই বসে গ্রীষ্মকালীন স্থগিত বিতর্ক ইস্যুতে। ১৯৫৬ সালের ৩ নভেম্বর বসে সুয়েজ খাল সংকট ইস্যুতে। আর সর্বশেষ ১৯৮২ সালের ৩ এপ্রিল ফকল্যান্ড দ্বীপে আগ্রাসন ইস্যুতে।

সর্বশেষ খবর