বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

লাখো নতুন ছায়াপথের ম্যাপ

লাখো নতুন ছায়াপথের ম্যাপ

মরুভূমিতে উন্নত টেলিস্কোপ ব্যবহার করে লাখ লাখ নতুন ছায়াপথের মানচিত্র তৈরি করেছেন অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, নতুন এ মানচিত্রে ৩০ লক্ষাধিক ছায়াপথ অন্তর্ভুক্ত রয়েছে। আগের গবেষণার চেয়ে এতে যে ছবি পাওয়া যাবে, তাতে দ্বিগুণ তথ্য মিলবে। গতকাল এ খবর জানিয়েছে বিবিসি। অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা সিএসআইআরও বলছে, নতুন টেলিস্কোপ রেকর্ড সময়ে মহাবিশ্বের একটি নতুন মানচিত্র তৈরি করেছে, যাতে অভূতপূর্ব বিশদ তথ্য রয়েছে। প্রায় তিন বছর ধরে এই গায়া টেলিস্কোপ এই তথ্যউপাত্ত সংগ্রহ করছে। যার কিছুটা প্রকাশ করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। জ্যোতির্বিদরা আশা করছেন, তাঁদের এ মানচিত্র মহাবিশ্ব সম্পর্কে নতুন আবিষ্কার করতে সাহায্য করবে। সিএসআইআরও বলছে, ম্যাপটি তৈরি করতে মাত্র ৩০০ ঘণ্টা সময় লেগেছে, যেখানে পুরো আকাশ সমীক্ষায় কয়েক বছর সময় লাগত। গতকাল এ গবেষণার প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়। গবেষণা প্রবন্ধটির প্রধান লেখক ছিলেন ডেভিড ম্যাককনেল। তিনি বলেন, তাদের তৈরি এ মানচিত্র ব্যবহার করে দুনিয়ার নানা প্রান্তের বিজ্ঞানীরা গবেষণার সুযোগ পাবেন।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর