রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মিয়ানমারে ফের নির্বিচারে গুলি

মিয়ানমারে ফের নির্বিচারে গুলি

আবারও রক্তাক্ত মিয়ানমারের রাজপথ। গতকাল সকালে নির্বিচারে গুলি করে পাঁচ বিক্ষোভকারীকে হত্যা করল দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে পয়লা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে দুই মাসে ৫৫০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে ৪৬ শিশুও রয়েছে। তবু বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিকে নিরাপত্তা বাহিনীর অব্যাহত নিপীড়নের মুখে দেশটির রাজপথে বড় বিক্ষোভ করা দুঃসাধ্য হয়ে উঠেছে। ফলে জান্তা সরকারের বিরোধিতা করতে অনলাইনে ঝুঁকছে মানুষ। ইন্টারনেট বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে সে সমালোচনা বন্ধে ব্যর্থ হয়ে জান্তা সরকার এবার সমালোচকদের বিরুদ্ধে একের পর এক গ্রেফতারি পরোয়ানা জারি শুরু করেছে। অব্যাহত নিপীড়নের মুখেও প্রতিদিনই দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করছে অভ্যুত্থানবিরোধীরা। রাজপথে বড় বিক্ষোভ দুঃসাধ্য হয়ে ওঠায় গেরিলা বিক্ষোভের দিকে ঝুঁকছে তারা। নিরাপত্তা বাহিনী চলে আসার আগেই ছোট ছোট দলে সমবেত হয়ে বিক্ষোভ অব্যাহত রাখা হচ্ছে। রাতের বেলা মোম জ্বালিয়েও নিয়মিত বিক্ষোভ হচ্ছে। রাজপথে বড় বিক্ষোভ করতে না পারায় অনলাইনে বেড়েছে সেনা অভ্যুত্থানের বিরোধিতা। আর তা দমন করতে প্রথমেই বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট সেবা। তাতেও সন্তুষ্ট না হয়ে শুক্রবার থেকে তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে মিয়ানমারের বেশির ভাগ মানুষই এখন ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত রয়েছে। তবে তাতেও থেমে নেই জান্তা সরকার। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহ ও কর্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানোয় ১৮ জন সেলিব্রেটি ও দুই সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের প্রত্যেকেই সেনাশাসনের বিরোধিতার জন্য পরিচিত মুখ। তাদের একজন অভিনেত্রী পাইং ফিয়ো থু জানিয়েছেন, এতে ভীত হবেন না তিনি। তিনি বলেন, ‘গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক বা না হোক, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ মানুষ হত্যাকারী এবং নিপীড়নকারী সামরিক স্বৈরশাসনের বিরোধিতা করে যাব।’ রয়টার্স, আলজাজিরা।

সর্বশেষ খবর