শিরোনাম
রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

উত্তরাখন্ডে হিমবাহ ধসে মৃত ৮

উত্তরাখন্ডে হিমবাহ ধসে মৃত ৮

উত্তরাখন্ডে ভারত-চীন সীমান্তের কাছে হিমবাহ ভেঙে সৃষ্ট বরফধসের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে বলে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা। চামোলি জেলার জোশিমঠ সেক্টরের সুমনা এলাকায় এ ধসের পর ৩৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার। ‘আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে,’ শনিবার সাংবাদিকদের এমনটাই বলেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। যাদের জীবিত উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ছয়জনের অবস্থা সংকটাপন্ন, জানিয়েছেন তিনি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরাখন্ড রাজ্যের এক কর্মকর্তাও বরফধসে আটজন নিহত এবং সেনাবাহিনী তিন শর বেশি মানুষকে উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছে। তুমুল তুষারপাতের কারণে ওই এলাকার বেশকিছু সড়ক বন্ধ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ এখন যোগাযোগ নেটওয়ার্ক সচলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে টুইটারে বলেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী তিরাথ সিং রাওয়াত। চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তরাখন্ডে হিমবাহ ভেঙে সৃষ্ট ধস ও বন্যায় দুই শর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল; ভাসিয়ে নিয়েছিল দুটি জলবিদ্যুৎ প্রকল্পও।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর