রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সু চির বিরুদ্ধে নতুন পাঁচটি দুর্নীতির অভিযোগ

সু চির বিরুদ্ধে নতুন পাঁচটি দুর্নীতির অভিযোগ

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতির আরও পাঁচটি অভিযোগ এনেছে দেশটির সেনা সরকার। এর মধ্যে হেলিকপ্টার ভাড়া নেওয়া ও কেনার অনুমতি প্রদানের সঙ্গে সংযোগও রয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর আটক করা হয় অং সান সু চিকে। দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পাঁচটি অভিযোগের প্রতিটিতে ১৫ বছর করে কারাদন্ড ও জরিমানার সাজা হতে পারে সু চির। এর আগেও সু চির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। এমনকি অবৈধভাবে ওয়াকিটকি আমদানি করা এবং করোনাভাইরাসের কারণে দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করায় তার ছয় বছরের কারাদন্ডের সাজা হয়। তবে সু চির সমর্থকরা বলছেন, শুধু সেনাবাহিনী নিজেদের ক্ষমতা গ্রহণকে ন্যায়সংগত করতে এবং সু চির আবার ক্ষমতায় ফেরা রোধ করতেই এসব মামলা দেওয়া হয়েছে। -আল-জাজিরা

তবে সেনা সরকার এমন সব সমালোচনা অস্বীকার করেছে। শুক্রবার মিয়ানমারের সেনা সরকারের মুখপাত্র মেজর জেনারেল জ মিন তুনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি শুধু বলতে চাই, আইন অনুসারেই তার বিচার হবে।

 

সর্বশেষ খবর