শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

পদত্যাগ করতে চান ইতালির প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের না

পদত্যাগ করতে চান ইতালির প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের না

বৃহস্পতিবার ছিল ইতালির ইতিহাসে ঘটনাবহুল দিন। প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পার্লামেন্টে আস্থা ভোটে জেতার পরেও ইস্তফা দেওয়ার সব আয়োজন শেষ করেন। কারণ, তার শরিক দল ফাইভ স্টার মুভমেন্ট সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল। এর পরই দ্রাঘি জানান, তিনি ইস্তফা দিচ্ছেন। কিন্তু দ্রাঘির ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই প্রেসিডেন্ট সের্গিও মাতারেলা জানিয়ে দেন, তিনি দ্রাঘির ইস্তফা গ্রহণ করবেন না। প্রেসিডেন্ট একটি লিখিত বিবৃতি পড়েছেন। সেখানে বলা হয়েছে, দ্রাঘির ইস্তফা তিনি গ্রহণ করছেন না। দ্রাঘি যেন পার্লামেন্টে এসে একটি বিবৃতি দেন। দ্রাঘি বৃহস্পতিবার সকালেই আস্থা ভোটে জিতেছিলেন। কিন্তু সরকারের শরিক ফাইভ স্টার মুভমেন্ট সমর্থন প্রত্যাহার করে নেয়। ফলে তার নেতৃত্বাধীন সরকারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দেয়। পার্লামেন্টে ভোটের পর মন্ত্রিসভার সদস্যদের দ্রাঘি বলেন, ‘আপনাদের জানাতে চাই, আমি প্রেসিডেন্টের কাছে গিয়ে ইস্তফা দিচ্ছি।’ ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধান দ্রাঘি গত ১০ বছরের মধ্যে ইতালির ষষ্ঠ প্রধানমন্ত্রী। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। ফাইভ স্টার মুভমেন্টের মূল আপত্তি ছিল, দ্রাঘির ২ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজ নিয়ে। তাদের দাবি, এরপর বিদ্যুতের দাম প্রচ  বেড়ে যাবে। তারা ভোটাভুটি বয়কট করে।

সর্বশেষ খবর