আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের মোট ঋণ আরও ২০ ট্রিলিয়ন ডলার বাড়বে বলে ভবিষ্যদ্বাণী করেছে ব্যাংক অব আমেরিকা। সম্প্রতি প্রকাশিত একটি নোটে কংগ্রেশনাল বাজেট অফিসের বরাত দিয়ে এ ভবিষ্যদ্বাণী করেছে ব্যাংকটি। বর্তমানে দেশটির ঋণ রয়েছে মোট ৩৩.৬ ট্রিলিয়ন ডলার। কিন্তু যে গতিতে যুক্তরাষ্ট্রের ঋণ গ্রহণ বাড়ছে তাতে ২০৩৩ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ ৫৪ ট্রিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে। ব্যাংক অব আমেরিকার বিনিয়োগ কৌশলবিদ মাইকেল হার্টনেট বলেন, যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ এত বেশি যে, তা সম্মিলিতভাবে চীন, জাপান, জার্মানি এবং ভারতের মোট জিডিপির চেয়েও বেশি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ফেডারেল ঘাটতি থাকা সত্ত্বেও ওয়াশিংটনের ঋণ নেওয়া বন্ধ করার সম্ভাবনা কম। কারণ ঋণ নেওয়াকে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান জ্বালানি হিসেবে দেখা হয়। এটি বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি করে।