সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের খবর সারা দেশে

যেমন ছিল নির্বাচন ভবন

নিজস্ব প্রতিবেদক

ভোটগ্রহণের সারাটা দিন আগারগাঁওয়ের নির্বাচন ভবন ছিল নি-িদ্র নিরাপত্তার চাদরে মোড়া। আইডিবি ভবন থেকে ডান-বামের রাস্তার মোড়েই ছিল পুলিশের নিরাপত্তা চৌকি। এরপর সামান্য এগিয়েই ছিল বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারী নিরাপত্তাকর্মী। আর ভবনের মূল ফটকে বসানো হয় আর্চওয়ে। সেখান থেকে সামনে এগিয়েই সিঁড়ির গোড়ায় স্থাপন করা হয়েছিল আরেকটি আর্চওয়ে এবং বসানো হয় স্ক্যানার। এ ছাড়া প্রায় সার্বক্ষণিক ফায়ার সার্ভিসের টিম ও অগ্নিনির্বাপণ গাড়ি প্রস্তুত রাখা হয় ভবনের সামনে। নির্বাচন ভবনের দুই পাশের রাস্তায় অনবরত টহলে ছিল সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স। কমিশন ভবনের রাস্তায় স্টিকারবিহীন সব ধরনের গাড়ি ও জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয় দিনভর। এমনকি সংবাদকর্মী ও ফলাফল সংগ্রহকারী সংবাদকর্মীদের জন্য ইস্যু করা হয় পৃথক পাস।

ইসি থেকে ইস্যু করা কার্ড বা পাস ছাড়া কাউকে ভবন এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। এমনকি ইসি ভবনের পাশের আইসিটি ভবনে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও ইসির পাস ছাড়া ওই রাস্তা ব্যবহার করতে পারেন নি। ফলে সকাল বেলা প্রায় অর্ধশতাধিক আইসিটি কর্মীর পথ আটকে দেয় নিরাপত্তা বাহিনী। পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাদের ওই পথে যেতে দেওয়া হয়নি। অবশ্য ইসি থেকে লিখিত অনুরোধ করার পর তাদের ওই রাস্তা ব্যবহারের সুযোগ দেওয়া হয়। নিরাপত্তার জন্য ইসি ভবনের ছাদেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দুরবিন বসিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়। এদিকে সিইসি, নির্বাচন কমিশন সচিব ও অন্য কমিশনাররাও সারাদিন কর্মব্যস্ত ছিলেন। সেই সঙ্গে নিজ নিজ স্থান থেকে সারা দেশে স্থাপিত প্রায় প্রতিটি ভোট কেন্দ্রের সামগ্রিক পরিস্থিতি তদারকি করেন। এ ক্ষেত্রে বিভাগীয় ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন কমিশনাররা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর