শিরোনাম
রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মোকাবিলা করতে না পারলে বড় বিপদ

এলিনা খান

মোকাবিলা করতে না পারলে বড় বিপদ

‘নারী নির্যাতন রোধে নতুন বছরের চ্যালেঞ্জ হচ্ছে পুরনো বছরে নারীর ওপর হওয়া অত্যাচার-নির্যাতন যা আছে তা মোকাবিলা করা। এটি একটি বড় চ্যালেঞ্জ। নতুন যে প্রজন্ম আসছে তাদের নৈতিকতা, মূল্যবোধ, পারিবারিক বন্ধন এ বিষয়গুলো মোকাবিলা করা শেখাতে হবে। এটি একটি কঠিন কাজ। আর এটি যদি আমরা মোকাবিলা করতে না পারি তাহলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে হবে।’ বাংলাদেশ হিউম্যান রাইটস  ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন। এই মানবাধিকারকর্মী বলেন, নারী নির্যাতনের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে কন্যাশিশুরা জন্ম নিচ্ছে। এ শিশুরা দুটি বিষয় দেখে বড় হচ্ছে। একটি হচ্ছে তাদের পরিবারের মূল্যবোধহীন, নৈতিকতা বা পারিবারিক বন্ধনহীনতার একটি জীবন। আবার স্কুল-কলেজেও শিক্ষার্থীরা স্কুলের বন্ধনহীন একটি পরিবেশের মধ্যে বড় হয়ে উঠছে। এতে করে এই শিশুদের ওপর একটি প্রভাব থেকে যাচ্ছে। তারা যখন নারী হচ্ছে তখন তাদের মধ্যে বিশাল এক ধরনের শূন্যতা তৈরি হচ্ছে। এর ফলে নির্যাতনের শিকার নারীর সমস্যাগুলো তার কন্যাশিশুও বহন করে সে নিজে যখন নারী হয়। আর শিগগিরই এর কোনো প্রতিকার খুঁজে না পেলে বড় ধস নামবে এবং নারী নির্যাতিত হবে।

সর্বশেষ খবর